সুপারপাওয়ার 'গার্লস গ্যাং', সমুদ্রের ধারে বিকিনিতে হট পোজ চিত্রাঙ্গদার

চিত্রাঙ্গদা চক্রবর্তী থুড়ি চিত্রাঙ্গদা শতরূপা। বরাবরই সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন। অভিনয়ের খাতিরে হোক বা ব্যক্তিগত কারণে প্রথম থেকেই নিজেকে সাহসী হিসেবেই পরিচিত করে তুলেছেন চিত্রাঙ্গদা। তার অভিনয় নিয়ে বলার কিছু এমনিতেই নেই।  বেশ কয়েকটি ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। এমনকী নিজের পদবী ব্যবহারের ক্ষেত্রেও চক্রবর্তীর বদলে মায়ের নাম শতরূপা ব্যবহার করেন অভিনেত্রী। সম্প্রতি আবারও সাহসী লুকে ছবি পোস্ট করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। পুরো গার্লস গ্যাং-এর সঙ্গে সমুদ্রের পাশে বিকিনি পরে হট পোজ দিয়েছেন অভিনেত্রী  চিত্রাঙ্গদা। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিটি ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন নেটদুনিয়ায় ঝড় তোলা চিত্রাঙ্গদার বিকিনি লুকের ছবিগুলি। 

Riya Das | Published : Mar 9, 2020 6:22 PM / Updated: Mar 09 2020, 06:32 PM IST
110
সুপারপাওয়ার 'গার্লস গ্যাং', সমুদ্রের ধারে বিকিনিতে হট পোজ চিত্রাঙ্গদার
দিদি ঋতাভরীর মতো সোশ্যাল মিডিয়া কাঁপাতে সিদ্ধহস্ত চিত্রাঙ্গদা।
210
সম্প্রতি নিজের বিকিনি লুকের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা।
310
দক্ষিণ গোয়ার কানাকোনা সি-বিচে অভিনেত্রী বেড়াতে গিয়েছিলেন।
410
শরীরী আবেদনপূর্ণ চিত্রাঙ্গদার বিকিনি লুকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
510
গার্লস গ্যাং-এর সঙ্গে ছবি শেয়ার করেছেন চিত্রাঙ্গদা।
610
বিকিনি পরে জলকেলিতে মত্ত চিত্রাঙ্গদা, আর প্রতিটি ছবিতেই যেন নারী দিবসকে আরও দৃঢ় করে তুলেছেন অভিনেত্রী।
710
বিশেষত এবছরের নারী দিবসটা যেন তার কাছে সার্থক। তা তার ছবিতেই স্পষ্ট।
810
নারীদিবস উদযাপনেই পুরো গার্লস টিমকে নিয়ে গোয়ার সি-বিচে আনন্দে মেতেছিলেন অভিনেত্রী।
910
মন খুলে আনন্দে মেতে যেমন উঠেছিলেন তেমনি পছন্দের রাইড স্কুবা ড্রাইভিংও করেছেন অভিনেত্রী।
1010
চলতি বছরেই জি-ফাইভে 'কর্কট রোগ' ওয়েবসিরিজে দেখা গেছে চিত্রাঙ্গদাকে। সেখানেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos