নিখিলের সঙ্গে সম্পর্কে ভাঙন এবং যশের সঙ্গে প্রেমের গুঞ্জন টলিপাড়ার অন্দরেই এই গল্পই এখন নেটদুনিয়ার হটকেক। কার উদ্দেশ্য এই বার্তা দিলেন নুসরত, বাড়ছে জল্পনা।
411
নুসরত নয়া পোস্টে জানিয়েছেন, 'ওর আলোতেই আমি উজ্জ্বল। এটা আমি জানি এবং আমিও সেটাই চাই'। নুসরতের পোস্টে 'HIS' ব্যক্তিটি কে তা এখনও স্পষ্ট নয়। নেটিজেনদের মধ্যে এই নিয়ে জল্পনা আরও বাড়ছে।
511
নুসরত জাহানের নয়া ইনস্টা পোস্টে ভালবাসামাখানো বার্তা কার উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সাইবারবাসী।
611
একের পর এক পোস্টে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেন আর বেশি করে বিতর্কের শিরোনামে উঠে আসছেন। মৌলবাদীদের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়েই তিনি বেশ খোশমেজাজে রয়েছেন।