'দাহ করা হবে নাকি দাফন', অন্তঃসত্ত্বা নুসরতের মৃত্যু কামনা নেটিজেনদের, যোগ্য জবাব সাংসদ তারকার

Published : Jul 17, 2021, 10:38 AM IST

বিতর্কের শীর্ষে সর্বদাই এগিয়ে রয়েছেন টলিপাড়ার হবু মা নুসরত জাহান। রাজনৈতির থেকে ব্যক্তিগত জীবন, তাকে নিয়ে জল্পনা তুঙ্গে।  আর মাত্র ৬০ দিনের অপেক্ষা। গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। সন্তানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা যেন আরও বেড়েছে। এবার হবু মা নুসরতের মৃত্যু কামনা করে বসলেন এক নেটিজেন। যা দেখে হতবাক সকলেই।  

PREV
111
'দাহ করা হবে নাকি দাফন', অন্তঃসত্ত্বা নুসরতের মৃত্যু কামনা নেটিজেনদের, যোগ্য জবাব সাংসদ তারকার

আর মাত্র ৬০ দিনের অপেক্ষা। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন নুসরত। 

211

প্রেগন্যান্সিতে একাধিক চমক নিয়ে হাজির হচ্ছেন নুসরত জাহান। ছেলে না মেয়ে, কী আসতে চলেছে নুসরতের কোলে, এবার সন্তান জন্মের আগেই জেনে গেছেন নুসরত। শুধু নিজেই একা নন, সেই কথা সকলের সঙ্গে শেয়ারও করেছেন নুসরত জাহান।

311

সন্তানের পিতৃপরিচয় নিয়ে হাজারো বিতর্ক থাকলেও তাতে ডোন্ট কেয়ার অভিনেত্রীর বরং নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন সাংসদ অভিনেত্রী। 
 

411

সন্তানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা যেন আরও বেড়েছে। এবার হবু মা নুসরতের মৃত্যু কামনা করে বসলেন এক নেটিজেন। যা দেখে হতবাক সকলেই।

511

হঠাৎ কেন মৃত্যুর প্রসঙ্গ টেনে আক্রমণ করা হয় নুসরতকে। আসলে ধর্মীয় ভেদাভেদ টেনেই কটাক্ষ করা হয়েছে নুসরতকে।
 

611

নিজে মুসলিম হয়েও মাথায় সিঁদুর, শাখা-পলা পরতেন তিনি। পরে আবার রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। 

711

তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে নুসরতের জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।

811

যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অনেকেই মনে করছেন নুসরতের গর্ভে যশের সন্তান। সেই কারণেই চটেছেন মৌলবাদীরা।

911

যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অনেকেই মনে করছেন নুসরতের গর্ভে যশের সন্তান। সেই কারণেই চটেছেন মৌলবাদীরা।

1011

নুসরত  নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। 

1111

বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলেন অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান। 
 

click me!

Recommended Stories