আর মাত্র ৬০ দিনের অপেক্ষা। গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। আর এই সময়টাতে ঘন ঘন প্রেগন্যান্সি ক্রেভিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু তাই নয়, ঘন ঘন মুড সুইংও হয়। নুসরতেরও একই হাল। এই সব কিছুর মধ্যেই নিজের শরীর নিয়ে স্বাস্থ্য সচেতন হবু মা নুসরত। তবে নিজে একাই নন, বরং প্রেগন্যান্সি ডায়েটে অনুরাগীদেরও ফিট থাকতে উৎসাহ দিলেন নুসরত জাহান।
আর মাত্র ৬০ দিনের অপেক্ষা। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন নুসরত।
210
প্রেগন্যান্সিতে একাধিক চমক নিয়ে হাজির হচ্ছেন নুসরত জাহান। ছেলে না মেয়ে, কী আসতে চলেছে নুসরতের কোলে, এবার সন্তান জন্মের আগেই জেনে গেলেন নুসরত। শুধু নিজেই একা নন, সেই কথা সকলের সঙ্গে শেয়ারও করেছেন নুসরত জাহান।
310
সন্তানের পিতৃপরিচয় নিয়ে হাজারো বিতর্ক থাকলেও তাতে ডোন্ট কেয়ার অভিনেত্রীর বরং নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন সাংসদ অভিনেত্রী।
410
গর্ভাবস্থারএই সময়টাতে ঘন ঘন প্রেগন্যান্সি ক্রেভিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু তাই নয়, ঘন ঘন মুড সুইংও হয়। নুসরতেরও একই হাল।
510
এই সব কিছুর মধ্যেই নিজের শরীর নিয়ে স্বাস্থ্য সচেতন হবু মা নুসরত। তবে নিজে একাই নন, বরং প্রেগন্যান্সি ডায়েটে অনুরাগীদেরও ফিট থাকতে উৎসাহ দিলেন নুসরত জাহান।
610
নিজের ইনস্টাগ্রামে অন্যরকম খাবারের ছবি পোস্ট করলেন নুসরত জাহান। যেখানে সাদা প্লেটে কলাপাতার উপর সাজানো স্টিকি রাইস। যেখানে চিনির বদলে গুড় ব্যবহার করা হয়েছে। পাশে আম কাটা রয়েছে।
710
খাবারের ছবিই শুধু নয়, ক্যাপশনে লিখেছেন, 'খাবারের স্বাদ নিন তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে চিনির বদলে গুড় ব্যবহার করুন'।
810
একটু একটু করে গর্ভে বাড়ছে সন্তান। চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের আভা। বেবিবাম্প নিয়ে শ্যুটিং সেটে নুসরত জাহান। ৬ মাসের গর্ভাবস্থার মধ্যেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন নুসরত জাহান।
910
অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।
1010
নুসরত নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলেন অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান।