অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের ম্যাজিকে এবার নতুন সফর, জুটির প্রথম ছবি মুক্তির আগেই পরবর্তী ছবির খবর ফাঁস

দশ বছরের সম্পর্ক বলে কথা। একের পর এক ছবির প্রস্তাব এই জুটির হাতে। তবে ম্যাজিক দিয়েই শুরু জুটির পথ চলা। অঙ্কুশ-ঐন্দ্রিয়া, টলিউডের এখন হটলিস্টে রয়েছে এই দুইয়ের নাম। কবে বিয়ে এই একই প্রশ্নে এখন ভরপুর নেটমহল...

Jayita Chandra | Published : Dec 15, 2020 5:54 PM
19
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের ম্যাজিকে এবার নতুন সফর, জুটির প্রথম ছবি মুক্তির আগেই পরবর্তী ছবির খবর ফাঁস

ম্যাজিক নিয়েই ভক্তমহলে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তারই মাঝে সামনে এলো নতুন ছবির খবর। 

29

সোশ্যাল মিডিয়ার পাতায় এখন ভাইরাল অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁদের প্রতিটা পোস্টই যেন মুহূর্তে নজর কাড়ে সকলের। 

39

১০ বছর এক সঙ্গে পথ চলা। রিয়েল লাইফে তো অনেক ফ্রেমে বন্দি দুজন। কিন্তু রিল লাইফে একেবারে আনকোড়া জুটি। 

49

সম্প্রতি ম্যাজিক ছবির খবরে বুঁদ হয়েছে নেটিজেনরা। এরই মাঝে দ্বিতীয় ছবি। এখনও নাম স্থির করা হয়নি ছবির। 

59

ফেব্রুয়ারীর শেষেই শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সেই প্রস্তুতিও এখন চলছে পুরো দমে। 

69

তবে এখন ভক্তদের  নজর কেবল একটাই প্রশ্নে, কবে চার হাত এক হবে এই জুটির। আগামী বছরই কী মিলতে পারে সুখবর!

79

তেমনই ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি অঙ্কুশ। একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত এখন টলিউডের এই সুপার হিরো। 

89

তারই মাঝে এবার বিয়ে সেরে নেওয়ার পালা। ২০২১-এর মাঝামাঝি বিয়ের পিঁড়িতে বসতে পারে এই জুটি। 

99

ফলে এখন এই দুইয়ের খবরেই মজে রয়েছে নেট মহল। এখন অপেক্ষা শুরু সেলেবদের মুখ থেকে দিনক্ষণ স্থিরের খবর পাওয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos