অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের ম্যাজিকে এবার নতুন সফর, জুটির প্রথম ছবি মুক্তির আগেই পরবর্তী ছবির খবর ফাঁস
দশ বছরের সম্পর্ক বলে কথা। একের পর এক ছবির প্রস্তাব এই জুটির হাতে। তবে ম্যাজিক দিয়েই শুরু জুটির পথ চলা। অঙ্কুশ-ঐন্দ্রিয়া, টলিউডের এখন হটলিস্টে রয়েছে এই দুইয়ের নাম। কবে বিয়ে এই একই প্রশ্নে এখন ভরপুর নেটমহল...