বিয়ের আগেই ঘরে 'সতীন'-কে ঢোকালেন অঙ্কুশ, প্রেমিকের স্পর্ধা দেখে কী প্রতিক্রিয়া ঐ্ন্দ্রিলার

Published : Aug 18, 2021, 08:58 AM IST

টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। দিনকয়েক আগে একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল নেটদুনিয়ায়।  খুব শীঘ্রই যে গাটছড়া বাঁধতে চলেছিলেন এই যুগল এমনটাই ভেবে নিয়েছিলেন সকলে। এবার সেই রহস্যে ইতি টানলেন অঙ্কুশ। বিয়ের আগেই নিজের সতীনকে নিয়ে বাড়িতে হাজির হলেন অঙ্কুশ।  প্রেমিকের কীর্তি দেখে নেটদুনিয়ায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ঐন্দ্রিলা সেন।  

PREV
111
বিয়ের আগেই ঘরে 'সতীন'-কে ঢোকালেন অঙ্কুশ, প্রেমিকের স্পর্ধা দেখে কী প্রতিক্রিয়া ঐ্ন্দ্রিলার
সম্প্রতি কয়েকদিন আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গিয়েছিলেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। কখনও বালিয়াড়িতে শুয়ে আবারও নীল জলরাশির মধ্যেই হট ফটোশ্যুটে ঝড় তুলেছেন টলিপাড়ার হট কাপল।
211
আবার কখনও প্রকাশ্যেই নীল জলরাশির একেবারে গভীরে প্রেমিকাকে কাছে টেনে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে একমুহূর্ত একা ছাড়েননি অঙ্কুশ।
311
দিনকয়েক আগে একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। খুব শীঘ্রই যে গাটছড়া বাঁধতে চলেছিলেন এই যুগল এমনটাই ভেবে নিয়েছিলেন সকলে।
411
অঙ্কুশ পোস্টে জানিয়েছিলেন, দীর্ঘ অপেক্ষার পর তিনি আমাদের পরিবারের সদস্য হতে চলেছেন। অবশেষে স্বপ্ন সত্যি হচ্ছে। এই পোস্ট দেখেই বিয়ের জল্পনা আরও বেড়েছিল।
511
এবার সেই রহস্যে ইতি টানলেন অঙ্কুশ। বিয়ের আগেই নিজের সতীনকে নিয়ে বাড়িতে হাজির হলেন অঙ্কুশ। প্রেমিকের কীর্তি দেখে নেটদুনিয়ায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ঐন্দ্রিলা সেন।
611
সম্প্রতি নতুন গাড়ি কিনছেন অঙ্কুশ। আর সেই গাড়ির ছবি পোস্ট করেই জানিয়েছিলেন এই নতুন সদস্যের কথাই তিনি বুঝিয়েছিলেন পুরোনো পোস্ট।
711
ঐন্দ্রিলা কম কীসে। পাল্টা রসিকতা করে তিনি দাবিতে জানিয়েছেন, তার সংসারে সতীন এসেছ। আর এবার তাকে নয় বরং নতুন গাড়িকেই বেশি সময় দেবেন অঙ্কুশ।
811
সোশ্যাল মিডিয়াতে খুল্লামখুল্লা জবাব দিয়েছেন ঐন্দ্রিলা। তবে অভিনেত্রীর আনন্দের পাশাপাশি আফসোসও হচ্ছে। তবুও সবটা হাসি মুখে মেনে নিয়েছেন ঐন্দ্রিলা।
911
নতুন গাড়ি কিনতে বাবা,মা, হবু বউয়ের এর পাশাপাশি প্রিয় বন্ধু বিক্রমকেও নিয়ে গেছিলেন। নতুন কনের মতো করেই প্রিয় সঙ্গীর মুখ দেখেছেন অঙ্কুশ।
1011
নতুন গাড়ির ছবি দিয়ে ভক্তদের হতাশ করেননি অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, যারা ভেবেছিলেন আমি বিয়ে করতে চলেছি, তারা হতাশ হবেন না। ওর খুব শীঘ্রই হতে চলেছে।
1111
চলতি বছরে কি তবে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। যদিও বিয়ের ডেট নিয়ে স্পিকটি নট টলিপাড়ার লাভবার্ডস। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। হুড খোলা গাড়ি কিনে বেজায় খুশি অঙ্কুশ- ঐন্দ্রিলা।
click me!

Recommended Stories