'প্যান্টি ভিতরে পরার জিনিস, জনসমক্ষে দেখাবার নয়', অনুষার ফোটোশ্যুটে আপত্তি

Published : Sep 01, 2020, 05:34 PM IST

অনুষা বিশ্বনাথন টলিউডের সেই ব্যতিক্রমী অভিনেত্রীদের তালিকায় পড়েন যিনি স্বল্প সময় জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের অভিনয় গুণে। 'ধনঞ্জয়'র অভিনেত্রী অনুষাকে বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। বয়স ছোট হলেও তাঁর প্রতিভা মোটেই তাঁর বয়সে সীমিত নেই। বরং বয়সকে তোয়াক্কা না করেই এক একরকম চরিত্রে পাওয়া গিয়েছে প্রতিভার ভিন্নতা। তবে অনুষা যে কেবল অভিনয়গুণেই সকলকে মুগ্ধ করছেন তা নয়। এবার ফ্যাশন এংব বল্ডনেসের দৌঁড়ে পিছনে ফেললেন বলিউডকেও। 

PREV
19
'প্যান্টি ভিতরে পরার জিনিস, জনসমক্ষে দেখাবার নয়', অনুষার ফোটোশ্যুটে আপত্তি

সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পোস্টগুলি চোখ কপালে তুলেছে ভক্তদের। ছবিগুলি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

29

ইনস্টাগ্রামেই আর সীমিত নেই অনুষার হটনেস। ছড়িয়ে গিয়েছে প্রত্যেকের স্মার্টফোনেও। 
 

39

কালো রঙের পুলওভারের সঙ্গে পড়েছেন কেবলমাত্র একটি লেসের প্যান্টি। সেই আন্ডারপ্যান্ট পরা ছবিতেই নেটদুনিয়ায় ধরেছে আগুন। 

49

আন্ডারপ্যান্ট এবং পুলওভার ছাড়া আর কিছুই নেই শরীরে। তাঁর হটনেসে চড়েছে উষ্ণতার পারদ। 

59

সঙ্গে রয়েছে অভিনব ক্যাপশন। অনুষা লিখেছেন, "কোয়ারেন্টাইন আমায় শিখিয়েছে প্যান্ট পরা বা না পরা প্রায় একই ব্যাপার।"

69

সাধারণত টলিউডে এমন বোল্ড ফোটোশ্যুটে চট করে কোনও অভিনেত্রীদের দেখা যায় না। 
 

79

স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দামের ফোটোশ্যুটের উদাহরণও রয়েছে তবে অনুষা যেন সব বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন। 

89

এই ছবিগুলি ছাড়াও অন্তর্বাসেও ধরা দিয়েছিলেন তিনি। যেখানে কখনও ক্যানডিড পোজ ত কখনও শুয়ে থাকা পোজে দেখা যাচ্ছে তাঁকে। এই ছবিগুলি দেখে জড়ো হয়েছে একদল নেটিজেন। 

99

যাদের ছবিগুলি নিয়ে রয়েছে আপত্তি। 'প্যান্টি ভিতরে পরার জিনিস, জনসমক্ষে দেখাবার নয়', এমনই মন্তব্য ভরছে সোশ্যাল মিডিয়া। যদিও এতে তেমন কান দিচ্ছেন না অনুষা।  

click me!

Recommended Stories