অপরাজিতা, যাকে কখনই হার মানানো যায় না। যেকোনও পরিস্থিতিতে এগিয়ে যায় যে ব্যক্তি সেই হল আসল অপরাজিতা। এমনই মানসিকতা অপুর। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপুর উচ্চাকাঙ্খা অবশ্যই রয়েছে, তবে সঙ্গে রয়েছে বাবার পাশে এক ছেলের মত দাঁড়ানোর ক্ষমতা। তবে মেয়ে বলে সেই সমস্ত কাজে তাকে ভরসা করার মত কেউই নেই। তবুও সে তার নিজেরই বিশ্বাস হয়ে উঠবে।