অঙ্কুশ -ঐন্দ্রিলা বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই জোর গুঞ্জন চলছে টলিপাড়ায়। টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে প্রেম নিবেদন করে থাকেন এই যুগল। কবে চারহাত এক হবে তার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে বিয়ের আগেই পরিবারে এল নতুন অতিথি। মা-বাবা হলেন টলি লাভবার্ডস অঙ্কুশ -ঐন্দ্রিলা। এবং নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলি অভিনেতা বাবা- মা।