'ও আমার সিনেমার প্রথম নায়ক', সংবাদমাধ্যমের সামনে অকপট স্বীকারোক্তি মাধুরীর
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তাপসের। কলেজে পড়াকালীন অভিনয়ে আসা তাপসের। বাংলা সিনেমাই নয় হিন্দি ছবিতেও সম্ভাবনাময় কেরিয়ার ছিল তাপস পালের। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেন তাপস পাল। বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিপরীতেও 'অবোধ' ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল। ১৯৮৬ সালের রাজশ্রী প্রোডাকশনের 'অবোধ' ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন তাপস পাল। আজকের বলিউডের 'ধক ধক গার্ল' তখন স্ট্রাগল করছে। তারপর তাপস পালের হাত ধরে জুটি বেধেছিলেন মাধুরী দীক্ষিত। এটাই প্রথম আর এটাই শেষ। তারপর থেকে বলিউডে দেখা যায়নি তাপস পালকে। 'অবোধ' ছবিতে কেমন ছিলেন মাধুরী-তাপস। দেখে নিন ছবিতে।
Riya Das | Published : Feb 18, 2020 7:19 AM IST / Updated: Feb 18 2020, 01:18 PM IST
১৯৮৬ সালের রাজশ্রী প্রোডাকশনের 'অবোধ' ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন তাপস পাল।
বলিউডের 'ধক ধক গার্ল' তখন স্ট্রাগল করছে, ঠিক সেই সময়েই তাপস পালের হাত ধরে বলিউডে প্রথম জুটি বেধেছিলেন মাধুরী দীক্ষিত।
ছবিটি বক্স অফিসে না চললেও তাপস-মাধুরীর জুটি প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছে।
ছবিতে সদ্য বিয়ে হওয়া এক সরল মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। তার স্বামীর চরিত্রেই দেখা গিয়েছিল তাপস পালকে।
তাপসের চরিত্রের নাম ছিল শঙ্কর। এবং মাধুরীর চরিত্রের নাম ছিল গৌরি।
বলিউডে একটা ছবিতে নজর কেড়েছিলেন তাপস পাল। তার পরেও বহুবার সুযোগ আসলেও তিনি আর বলিউডে কোনও ছবি করেননি।
কলকাতায় এক ছবির প্রমোশনে এসেছিলেন মাধুরী। সেখানে কাজের সূত্রে তাপসও গেছিলেন। স্টেজ থেকে তাপসকে দেখে নাম ধরে ডাকতে থাকে ধক ধক গার্ল। যেই ঘটনায় সকলেই তাজ্জব হয়ে গিয়েছিল।
তারপর যতবারই কাজের সূত্রে কলকাতায় এসেছিলেন মাধুরী দীক্ষিত। তত বারই তাপসের সঙ্গে দেখা না করে যান নি তিনি।
অভিনয় জীবনেও নিজের অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। তারপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। 'বলিদান', 'গুরুদক্ষিণা', র মতো সুপারহিট ছবি ছিল তার ঝুলিতে।
তার এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে টলি ইন্ডাস্ট্রিতে। পরিচালক তরুণ মজুমদারের 'দাদার কীর্তি' ছবি দিয়ে টলিউডে অভিনয় শুরু করেছুলেন তাপস পাল।
ফিল্ম ফেয়ার পুরস্কারও রয়েছে তাপসের ঝুলিতে। 'সাহেব' ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তাপস।