প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান।
210
অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন সহবাস সঙ্গী যশ, তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে। নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজেছিলেন যশ দাশগুপ্ত।
310
নুসরত জাহান ও যশ দাশগুপ্তের প্রেমকাহিনি এখন টলিপাড়ার বহুলচর্চিত কিসসা লুকোছাপা-রাখঢাক এখন অতীত। এতদিন আকার ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বললেও এবার জনসমক্ষে এলেন দুজনে।
410
নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজেছিলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
510
গত বছর আগস্টেই শ্বশুর বাড়িতে রাখি উদযাপন করতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। তবে এই বছরে নুসরতের ছবিটাই যেন পুরো উল্টো।
610
গত নভেম্বর থেকেই একসঙ্গে থাকছেন নুসরত ও নিখিল। অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।
710
সম্প্রতি নুসরতের সোশ্যাল মিডিয়ায় উঠে এল সানডে আউটিংয়ের ছবি। কিন্তু যশকে সেই ছবিতে দেখা না গেলেও তার মন প্রাণ জুড়ে যে যশ রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
810
যশ ও নুসরতের ইনস্টাগ্রামে উঁকি মারলেই বোঝা যাচ্ছে রবিবারের বিকালটা পুরো নিজেদের মতো করে সময় কাটিয়েছেন টলিপাড়ার লাভবার্ডস। কোনও এক রেস্তোরাঁয় সময় কাটিয়েছেন তারা।
910
নুসরত নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ভালো দিনের দিকে এগোচ্ছ, সঙ্গে জুড়ে দিয়েছেন একগুচ্ছ হ্যাশট্যাগ যা বলছে ভাল দিন আসছে।
1010
নুসরত নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলে অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান।