অন্তঃসত্ত্বাতেও খুল্লামখুল্লা 'সহবাস', 'Pregnant' নুসরতকে নিয়ে প্রথমবার মুখ খুললেন যশ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান। অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে। লুকোছাপা-রাখঢাক, নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজেছিলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার প্রেমিকার প্রেগন্যান্সি নিয়ে প্রথমবার মুখ খুললেন যশ দাশগুপ্ত।

Riya Das | Published : Aug 18, 2021 3:17 PM
110
অন্তঃসত্ত্বাতেও খুল্লামখুল্লা 'সহবাস', 'Pregnant' নুসরতকে নিয়ে প্রথমবার মুখ খুললেন যশ
প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান। অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে।
210
প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান। অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে।
310
নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজেছিলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। প্রেমিকার প্রেগন্যান্সি নিয়ে প্রথমবার মুখ খুললেন যশ দাশগুপ্ত।
410
নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজেছিলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। প্রেমিকার প্রেগন্যান্সি নিয়ে প্রথমবার মুখ খুললেন যশ দাশগুপ্ত।
510
নুসরত নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলে অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান।
610
নুসরতের গর্ভের সন্তানের বাবার পরিচয় এখনও জানা যায়নি। পিতৃপরিচয় গোপন রেখেই মা হতে চলেছেন নুসরত। তবে একটু একটু করে গোপনে যে প্রেমে মজেছেন যশ-নুসরত, তা এবার প্রকাশ্যে।
710
একান্ত সময় কাটানো থেকে, লাঞ্চ -ডিনার ডেট সর্বত্রই নুসরতকে আগলে রাখছেন পরম যত্নে। বর্তমানে টলিপাড়ার টক অফ দ্য টাউন যশ-নুসরত জুটি। প্রথমবার অন্তঃসত্ত্বা প্রেমিকাকে নিয়ে মুখ খুলে সবাইকে চমকে দিয়েছেন যশ।
810
একান্ত সময় কাটানো থেকে, লাঞ্চ -ডিনার ডেট সর্বত্রই নুসরতকে আগলে রাখছেন পরম যত্নে। বর্তমানে টলিপাড়ার টক অফ দ্য টাউন যশ-নুসরত জুটি। প্রথমবার অন্তঃসত্ত্বা প্রেমিকাকে নিয়ে মুখ খুলে সবাইকে চমকে দিয়েছেন যশ।
910
যশ আরও জানিয়েছেন, আমি জানি পাবলিক ফিগারদের কোনও ব্যক্তিগত জীবন থাকে না। কিন্তু সকলেই যেহেতু মানুষ তাই মনে রাখা উচিত আমাদের একটা পরিবার রয়েছে।
1010
অন্তঃসত্ত্বা নুসরতকে নিয়ে আরও বলেন, একজন প্রেগন্যান্ট মহিলার ভাল সময় কাটানোর মধ্যে কোনও ভুল নেই। নুসরত যেটা করছে সেটা একদমই ঠিক করছে। এবং আমিও ভীষণ খুশি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos