লাল সুইম-স্যুটে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, ভেজা শরীরে সুইমিংপুলে আগুন ঝরাচ্ছেন 'চিনি'র মা

Published : Jan 21, 2021, 10:40 AM IST

অপরাজিতা আঢ্য থুড়ি অপা দির হটনেসে কাঁপছে গোটা টলিপাড়া। নতুন করে তার অভিনয় দক্ষতা নিয়ে বলার আর কিছু নেই। এবার অভিনয়ে নয়, সাহসী ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়েছেন অপরাজিতা। রোগা হওয়ার জন্য অনেক কসরত করেছেন, এরপর সাহসী হবেন তেমনটা আবার হয় নাকি। ভেজা শরীরে সুইমিংপুলে জলকেলিতে মত্ত অপরাজিতাকে দেখে ঘুম উড়েছে সাইবারবাসী।  

PREV
110
লাল সুইম-স্যুটে চুঁইয়ে পড়ছে উষ্ণতা,  ভেজা শরীরে সুইমিংপুলে আগুন ঝরাচ্ছেন 'চিনি'র মা


টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য যেমন প্যাশনেট তেমনি আবার মনখোলা। কথা বলার প্রথমেই এক গাল মিষ্টি হাসি যেন সব দুঃখ ভুলিয়ে দেয়।

210

সম্প্রতি সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও ফাটিয়ে অভিনয় করছেন অপরাজিতা।  বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রেও সমান ভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। 

310

ছবির জন্য নিজের চেহারা নিয়ে অনেক কসরত করেছেন অভিনেত্রী। গোলগাল চেহারা থেকে মেদ ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়েছেন অপারাজিতা।

410


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট অবতারের ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন অপরাজিতা।

510

সুইমিংপুলের নীল জলে জলকেলিতে মত্ত  অপারাজিতা। ভেজা শরীরে লাল সুইম স্যুটে উষ্ণতা যেন চুঁইয়ে পড়েছে চিনির মা-র।
 

610

'সুইম স্যুটে' নো মেক আপ লুকে  অপরাজিতাকে 'অষ্টাদশী' বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা।

710

মায়ের গ্ল্যামার যদি এই বয়সে নিউকামারদের টেক্কা দেয়, তাহলে মেয়ের কী অবস্থা ভাবলেই শিউরে উঠছেন নেটিজেনরা।

810

'চিনি' ছবির জন্যই নিজের বাড়তি ওজব ঝরিয়ে 'ফিট অ্যান্ড ফাইন' হয়েছেন অপরাজিতা। কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

910

এবার ফিটনেসের বদলে হটনেস ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অপরাজিতা।

1010


ছবি দেখেই বোঝা যাচ্ছিল সমুদ্রে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সেখানাকারই রিসর্টের সুইমিংপুলে নীল জলে জলকেলিতে মত্ত অপরাজিতা।

click me!

Recommended Stories