অপরাজিতা আঢ্য থুড়ি অপা দির হটনেসে কাঁপছে গোটা টলিপাড়া। নতুন করে তার অভিনয় দক্ষতা নিয়ে বলার আর কিছু নেই। এবার অভিনয়ে নয়, সাহসী ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়েছেন অপরাজিতা। রোগা হওয়ার জন্য অনেক কসরত করেছেন, এরপর সাহসী হবেন তেমনটা আবার হয় নাকি। ভেজা শরীরে সুইমিংপুলে জলকেলিতে মত্ত অপরাজিতাকে দেখে ঘুম উড়েছে সাইবারবাসী।
টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য যেমন প্যাশনেট তেমনি আবার মনখোলা। কথা বলার প্রথমেই এক গাল মিষ্টি হাসি যেন সব দুঃখ ভুলিয়ে দেয়।
210
সম্প্রতি সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও ফাটিয়ে অভিনয় করছেন অপরাজিতা। বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রেও সমান ভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
310
ছবির জন্য নিজের চেহারা নিয়ে অনেক কসরত করেছেন অভিনেত্রী। গোলগাল চেহারা থেকে মেদ ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়েছেন অপারাজিতা।
410
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট অবতারের ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন অপরাজিতা।