'৯ মাস কেটে গেল', কীসের ইঙ্গিত দিলেন দেবলীনা, শীঘ্রই কি সুখবর দিতে চলেছেন মহানায়কের নাত-বউ

সালটা ২০২০, ৯ ডিসেম্বর। উত্তম কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। আজ থেকে ঠিক ৯ মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব-দেবলীনা। এবার ৯ মাস পেরোতেই বিবাহিত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ ইঙ্গিত দিলেন অভিনেত্রী, যা জানার জন্য মুখিয়ে রয়েছেন টলিপাড়া তথা ভক্তরা।
 

Riya Das | Published : Sep 10, 2021 11:11 AM
19
'৯ মাস কেটে গেল', কীসের ইঙ্গিত দিলেন দেবলীনা, শীঘ্রই কি সুখবর দিতে চলেছেন মহানায়কের নাত-বউ

বিয়ের আগে চুটিয়ে প্রেম। তারপরেই দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছিল ২০২০ সালের ৯ ডিসেম্বর। উত্তম কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার।

29

বৈদিক রীতি মেনেই ৯ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব-দেবলীনা। করোনা আবহে বিয়ে সারলেই নজরকাড়া ছিল সেই ঝলক।

39

 এবার ৯ মাস পেরোতেই বিবাহিত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ ইঙ্গিত দিলেন অভিনেত্রী, যা জানার জন্য মুখিয়ে রয়েছেন টলিপাড়া তথা ভক্তরা।

49

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ছবি শেয়ার করেছেন দেবলীনা কুমার। যেখানে দেখা যাচ্ছে জীবনের বিশেষ মুহূর্তে দেবলীনাকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে গৌরব।

59

বিয়ের সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে দেবলীনা লিখেছেন, 'দেখতে দেখতে নাকি ৯ মাস কেটে গেল'। এই ছবিকে কেন্দ্র করেই জোর কানাঘুষো চলছে নেটপাড়ায়

69

বিয়ে হয়েছে অনেকদিন। কিন্তু হানিমুনে যাওয়ার সুযোগ হয়নি মহানায়ক উত্তম কুমারের নাতি ও নাত - বউএর। তবে বিয়ের আট মাস পর অর্থাৎ  কিছুদিন আগেই হানিমুনে যাওয়ার সুযোগ পেয়েছেন গৌরব-দেবলীনা।

79

গোয়ায় গিয়ে নিজেদের কোয়ালিটি টাইমের একাধিক ছবি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়।  ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর, সেক্সি ফিগার এটাই যেন অভিনেত্রী দেবলীনা কুমারের আইকন। আর গোয়ায় গিয়েই শরীরী নেশায় সকলকে পাগল করে দিয়েছেন এই কাপল।
 

89

 

কালো বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে শরীরী উষ্ণতা। শরীর থেকে যেন চুঁইয়ে পড়ছে ভরা যৌবন, মারকাটারি চাবুক ফিগার, কোমরের কার্ভসে মুগ্ধ ভক্তরা।

99

গোয়ার রিসর্টে মনোকিনিতে উষ্ণতা বাড়িয়েছিলেন গৌরব-দেবলীনা। জলকেলির অন্তরঙ্গ মুহূর্ত  সহস্র অনুরাগীর হৃদপন্দন বাড়িয়ে তুলেছে। ছবিতে হু হু  বাড়ছে লাইক ও  কমেন্টের সংখ্যা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos