সেকালের নয় একালের মহানায়িকা, ফ্যাশন স্টেটমন্টে শাড়িতেই বাজিমাত বঙ্গতনয়া রাইমার

Published : Feb 09, 2020, 01:07 PM IST

 টলিউডে সম্পূর্ণ নিজের পরিচিতিতে প্রথম সারিতে নিজের জায়গা দখল করে নিয়েছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন । মা, ঠাকুমা কারোর পরিচিতেতেই তিনি পরিচিত নন ইন্ডাস্ট্রিতে। শুধু টলিউড নয়, বলিউডেও সমান ভাবে অভিনয়ের ছাপ রেখেছেন রাইমা সেন। এবার বলি, টলি ছেড়ে দক্ষিণেও পাড়ি জমিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল অভিনেত্রী নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। প্রতিটি ছবিতেই রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া। বাঙালি কন্যার বাঙালি সাজ নজর কেড়েছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টের বন্যা বেড়েই চলেছে। ফ্যাশন স্টেটমেন্টেও নিজের এক অন্য পরিচিতি তৈরি করেছে রাইমা সেন। একনজরে ছবিগুলি দেখলে যেন মহানায়িকাকে চোখের সামনে ভেসে উঠবে। দেখে নিন বঙ্গকন্যার একগুচ্ছ ট্র্যাডিশনাল লুকের ছবি।

PREV
110
সেকালের নয় একালের মহানায়িকা,  ফ্যাশন স্টেটমন্টে শাড়িতেই বাজিমাত বঙ্গতনয়া রাইমার
সাবেকি লুকে নিজেকে অন্য আঙ্গিকে মেলে ধরেছেন টলি অভিনেত্রী রাইমা সেন
210
বাঙালি কন্যার এহেন রূপের ছটায় কাত হয়েছে সমস্ত পুরুষরা।
310
সাদা কালো ছবিতে চেনা দায়। এ যেন সত্যিকারের মহানায়িকা।
410
কখনও বোল্ড অবতারে আবার কখনও সাবেকিআনায় নিজেকে সাজিয়ে তুলেছেন বঙ্গ ললনা।
510
উন্মুক্ত বক্ষে, দীপ্ত চাহনিতে ছাপোষা বাঙালির পোশাকে ধরা দিয়েছেন রাইমা।
610
অভিনেত্রীর স্টাইল স্টেটমন্টের সংজ্ঞা যেন সকলের যে আলাদা তা বারেবারে প্রমাণ দিয়েছেন অভিনেত্রী।
710
দর্শকমনে নিজের জায়গা ধরে রাখতে বেশ পারদর্শী মুনমুন কন্যা।
810
ছবিগুলি শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
910
টলিউড দাপানো অভিনেত্রী এবার সোজা পাড়ি দিয়েছেন দক্ষিণে।
1010
সদ্যই মুক্তি পেয়েছে দ্বিতীয় পুরুষ। এবং ছবি দিয়ে দর্শকমনও জিতে নিয়েছেন অভিনেত্রী।
click me!

Recommended Stories