শরীরী চাহিদায় নয়, মনের মানুষকে কাছে টানলেন ঋতাভরী, তবে কি মনোবিদ বন্ধুর সঙ্গে বিয়ের পিঁড়িতে নায়িকা

টলি ইন্ডাস্ট্রির অবেদনময়ী প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কাড়ছেন এই বঙ্গ ললনা। এবার একটু অন্য মুডে রয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী। তবে পাত্র কে? এই নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়। চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। চিনে নিন টলি কুইনের হবু বরকে।

Riya Das | Published : Jul 26, 2021 3:47 AM IST / Updated: Jul 26 2021, 09:19 AM IST
19
শরীরী চাহিদায় নয়, মনের মানুষকে কাছে টানলেন ঋতাভরী, তবে কি মনোবিদ বন্ধুর সঙ্গে বিয়ের পিঁড়িতে নায়িকা

 কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে সর্বদাইমাতিয়ে রাখেন অভিনেত্রী। তবে এবার কোনও উষ্ণ আবেদন নয় সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। 

29

খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী। তবে পাত্র কে? এই নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়।

39

 চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের গলায় নাকি মালা দিতে চলেছেন ঋতাভরী। 

49


ব্যবসায়ী পরিবারের ছেলে হলেও পেশায় মনোবিদ তথাগত। আলাপও খুব বেশিদিনের নয়। সমাজসেবার সঙ্গেও যুক্ত দীর্ঘদিন ধরে। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই মন দেওয়া নেওযা।

59

সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের মাতিয়ে রাখতে হয়, তাতেও বেশ সিদ্ধহস্ত ঋতাভরী। কিন্তু সম্পর্ক আঁচ কিন্তু সোশ্যাল দেখলে টেরও পাওয়া যায় না।

69


যদিও বিয়ের বিষয় নিয়ে এখনই মুখ খুলতে চান না ঋতাভরী। এমনকী ব্যক্তিগত বিষয়েও মুখে কুলুপ এটেছেন নায়িকা।

79

একাধিকবার ঋতাভরীর মুখে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা শোনা গেছে। পাশাপাশি বেড়াতে যেতেও ভালবাসেন নায়িকা। 

89

তবে কি কলকাতা ছেড়ে সুদূরে গিয়ে কি ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান রয়েছে নায়িকার, এখন সেটাই দেখার।

99

বহুদিন ধরেই সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ঋতাভরী, এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনও চালান নায়িকা।যেখানে বহু অনাথ শিশুদের মা ঋতাভরী। অভিনয়ের পাশাপাশি তাদের নিয়েও সময় কাটে নায়িকার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos