সালোয়ার ছেড়ে শাড়িতে মোহর, নতুন পথে পা বাড়াতেই গো ব্যাক স্লোগান, শঙ্ক কি থাকবে পাশে

নয়া মোড়কে মোহর ও শঙ্খ। ছাত্রীর জীবনে স্যারের ভুমিকা থেকে শুরু হয়েছিল পথ চলা। সেখান থেকেই সম্পর্ক, একাধিক লড়াই। মোহরকে কেউ থেমে যেতে দেখেনি। অন্যায়ের প্রতিবাদ করেই নিজের জায়গায় ঠিক থাকার চেষ্টা চালিয়ে গিয়েছে মোহর। এবার সেই ধারাবাহিকেরই পালা বদল পালা। 

Jayita Chandra | Published : Mar 31, 2021 2:26 AM IST
18
সালোয়ার ছেড়ে শাড়িতে মোহর, নতুন পথে পা বাড়াতেই গো ব্যাক স্লোগান, শঙ্ক কি থাকবে পাশে

এক ছাত্রীর জীবন পলকে কীভাবে পাল্টে যায় , স্যারের জীবনের সঙ্গে নিজের জীবন জড়িয়ে তা মালুম পেয়েছিল মোহর। 

28

আপাত দৃষ্টিতে গল্পটা ঠিক এমন মনে হলেও এক আদ্য পান্ত একটি স্বাধীনচেতা মেয়ের লড়াইয়ের গল্পই তুলে ধরে এই ধারাবাহিক। 

38

যেখানে মোহর সত্যির পক্ষে দাঁড়াতে পিছু পা হয় না। ফলে বাধা তো জীবনে আসবেই। মোহরেরও জীবনে তাই অশান্তির শেষ নেই। 

48

তবে এই বাধাকে সঙ্গে নিয়েই তাঁর লড়াই জারি রয়েছে। ধাপে ধাপে পরিণত হচ্ছে সে। এবার আর ছাত্রী নয়। 

58

শিক্ষিকা হয়ে শঙ্খর শ্রেষ্ঠার কলেজে ঢুকছে মোহর। পরণে শাড়ি। এই নতুন পথের শুরুতেই আবারও বাধার মুখে মোহর। 

68

কলেজে পা রাখতেই শুনতে হল গো ব্যাক স্লোগান। সবটাই লক্ষ্য করছে শঙ্খ। তবে এবার শঙ্খের ভূমিকা কি! 

78

নতুন পথ চলায় মোহর কি পাবে শঙ্ককে পাশে, কোন নতুন যুদ্ধ অপেক্ষায় রয়েছে মোহরের জীবনে। দর্শকদের মনে এই প্রশ্নই জাগিয়ে তুলেছে নতুন ট্রেলার। 

88

তবে পাল্টে যাচ্ছে সময়। আর সন্ধেবেলায় নয়, এই জনপ্রিয় ধারাবাহিক এখন সম্প্রচার হবে ঠিক দুপুর ২ টোয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos