বছরে আয় মাত্র ১০ লক্ষ, নেই নিজের বাড়ি-জমি, জেনে নিন BJP তারকা প্রার্থী তনুশ্রীর সম্পত্তির পরিমাণ

Published : Mar 29, 2021, 03:54 PM IST

২১-এর ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। একদফার ভোট হয়ে গেলেও দলের প্রার্থীদের জন্য বিধানসভা নির্বাচনে জোরকদমে চলছে ভোটের প্রচার। তারকারাও সামিল হয়েছেন ভোট প্রচারে। দিন-রাত এক করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। কেউ তৃণমূল কেউ বিজেপি তারকাদের পালাবদলে উত্তেজনা যেন বাড়ছে। একুশের বিধানসভা ভোটে বিজেপি-র অন্যতম তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা আসন থেকেই লড়ছেন তনুশ্রী। কত টাকা সম্পত্তির মালিক বিজেপির তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, জেনে নিন স্থাবর -সম্পত্তির পরিমাণ।  

PREV
110
বছরে আয় মাত্র ১০ লক্ষ, নেই নিজের বাড়ি-জমি, জেনে নিন BJP তারকা প্রার্থী তনুশ্রীর সম্পত্তির পরিমাণ


একুশের বিধানসভা ভোটে বিজেপির অন্যতম তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা আসন থেকেই লড়ছেন তনুশ্রী।

210


গত ১৮ মার্চ হাওড়ার মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমাও দিয়েছেন বিজেপির অন্যতম তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী।

310

 

নির্বাচনের আগে নিয়ম মতোই নির্বাচন  নিজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য জমা দিয়েছেন তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। 

 

410

নিজের ঠিকানা থেকে পেশা, ফ্ল্যাট থেকে গাড়ির সংখ্যা,সব মিলিয়ে কত টাকা সম্পত্তির মালিকজেপির অন্যতম তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, সবই জানিয়েছেন অভিনেত্রী।

510

গত আর্থিক বছরে তনুশ্রীর মোট আয় ছিল মাত্র ১০ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা। মনোনয়নপত্র জমাও দিয়ে হলফনামায় তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
 

610

শ্যামপুরের বিজপি প্রার্থী তনুশ্রীর নিজের নামে কোনও বাড়ি-জমি নেই। বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ টাকা। এছাড়া ৫ লক্ষ ৫৪ হাজার ৫৫৪ টাকার ঋণের বোঝাও রয়েছে।

710

বিজেপি প্রার্থীর ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা। এছাড়াও বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই তনুশ্রী চক্রবর্তীর।

810

তবে নিজের নামে বাড়ি না থাকলেও ১৬ লক্ষ ৭৫ হাজার ৩০৭ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে তনুশ্রীর।

910

এখানেই শেষ নয়, ১৯৫ গ্রাম সোনার গয়না রয়েছে তনুশ্রীর, যার বর্তমান মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
 

1010


তনুশ্রীর নামে কোনও ফৌজদারী মামলা নেই বলেই জানিয়েছেন বিজেপি প্রার্থী। 

click me!

Recommended Stories