বিকিনি হোক বা শাড়ি, টেলি অভিনেত্রী অঙ্কিতার ফিটনেস দেখলে অবাক হবেন আপনিও

Published : Aug 18, 2020, 05:30 PM ISTUpdated : Aug 19, 2020, 12:01 PM IST

বাংলা টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। জরোয়ার ঝুলমকো, আমাদের ছোট নদী, ভূমিকন্যার মত বিখ্যাত ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। গত বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই টেলি অভিনেত্রী। তাঁর বর এই বিনোদন ইন্ডাস্ট্রির একেবারেই নয়। সৌমিত্র পালের সঙ্গে গাটছড়া বেঁধে সেই সুখবর পেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরও এক সুখবর প্রকাশ্যে আনেন নেটদুনিয়ায়। 

PREV
18
বিকিনি হোক বা শাড়ি, টেলি অভিনেত্রী অঙ্কিতার ফিটনেস দেখলে অবাক হবেন আপনিও

মা হতে চলেছেন অঙ্কিতা। বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। হবু সন্তান ছেলে নাকি মেয়ে তা খুব শীঘ্রই জানা যাবে বলে অনুমান করছে ভক্তরা। 

28

অন্তঃসত্ত্বা অবস্থাতেও ফিট অ্যান্ড ফাইন অঙ্কিতা। এর কারণ একটাই, সঠিক ডায়েট। বাড়ির খাবার দাবার থেকেই সঠিক ডায়েট খুঁজে পেয়েছেন তিনি। 

38

তবে এই ডায়েট প্রেগনেন্সির জন্যই কেবল নয়। তিনি এর আগেও স্ট্রিক্ট ডায়েটে ছিলেন। প্রমাণ হল বিকিনিতে তাঁর টোনড চেহারা। 

48

শাড়ি হোক বা বিকিনি, অঙ্কিতা ফিটনেসের ঝলক পাওয়া যায় সব রকম গেট আপে। ইনস্টাগ্রামে সেই ছবিগুলি রীতিমত অনুপ্রেরণা জোগায় ভক্তদের। 
 

58

তাঁকে ডায়েটের বিষয় এবং চেহারা মেনটেনের বিষয় প্রশ্ন করে মহিলারা। এখন তিনি মা হতে চলেছেন, তবুও ডায়েট থেকে নড়েননি। 

68

রঙ বেরঙের বিকিনিতে বিচে শুয়ে আছেন অঙ্কিতা। সেই ছবি আজও নেটিজেনদের পছন্দের তালিকায়। 
 

78

এমন টোনড চেহারার অভিনেত্রী চট করে বাংলা টেলি জগতে পাওয়া বেশ মুশকিল। যত দিন যাচ্ছে ততই ফিটনেস ফ্রিক হয়ে উঠছেন তাঁরা।

88

অঙ্কিতা অবশ্য প্রথম থেকেই শরীরচর্চায় নিজের মন দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে জিম হোক বা বাড়ি নিজের ফিটনেস বজায় রাখতে সবই করেছেন অঙ্কিতা।

click me!

Recommended Stories