Published : Aug 18, 2020, 05:30 PM ISTUpdated : Aug 19, 2020, 12:01 PM IST
বাংলা টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। জরোয়ার ঝুলমকো, আমাদের ছোট নদী, ভূমিকন্যার মত বিখ্যাত ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। গত বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই টেলি অভিনেত্রী। তাঁর বর এই বিনোদন ইন্ডাস্ট্রির একেবারেই নয়। সৌমিত্র পালের সঙ্গে গাটছড়া বেঁধে সেই সুখবর পেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরও এক সুখবর প্রকাশ্যে আনেন নেটদুনিয়ায়।