মেহেন্দি থেকে বিয়ে প্রিয়ম- শুভজিতের, মিস করেননি তো আপনি

রিল লাইফ নয়, এবার রিয়েল লাইফে সাত পাকে বাঁধা পড়লেন টলি কাপল প্রিয়ম ও শুভজিত। ১২ ডিসেম্বর গাটছড়া বেঁধেছেন এই যুগল। যদি আইনি মতে তিন বছর আগেই বিয়েটা সেরে নিয়েছিলেন টলিপাড়ার এই কাপল। তবে আনুষ্ঠানিক মতে বিয়েটা সারলেন তারা। আইবুড়ো ভাত, মেহেন্দি, শাখা-পলা  সবকিছুর ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়ম। বাঙালি ঐতিহ্য মেনেই লাল বেনারসী শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। ঘরোয়া মতোই সমস্ত রীতি-নীতি পালন করে বিয়ে সারেন এই টলি দম্পতি। মেহেন্দি থেকে বিয়ের প্রতিটি নজরকাড়া ছবি দেখে নিন এক ঝলকে।

Riya Das | Published : Dec 16, 2019 9:20 AM IST
17
মেহেন্দি থেকে বিয়ে প্রিয়ম- শুভজিতের, মিস করেননি তো  আপনি
পর্দার বিয়ে নয়, এ হল বাস্তবের বিয়ে। আনুষ্ঠানিকভাবে বাঙালি মতে গাটছড়া বাঁধলেন প্রিয়ম ও শুভজিত।
27
পরিবারের সঙ্গে আইবুড়ো ভাতের ছবিও শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। প্রতিটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
37
শোনা গিয়েছে বিয়ের পরে নিজের শ্বশুরবাড়ি নৈহাটিতেই থাকবেন প্রিয়ম।
47
প্রতিটি মুহূর্তের ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। বিয়ের ঠিক আগের মুহূর্তে শাঁখা-পলা পরে ছবিটি শেয়ার করেছেন প্রিয়ম।
57
কাজের সূত্র ধরেই দুজনের আলাপ হয়েছিল। বন্ধুত্ব থেকেই প্রেম আর তারপরই সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়েছেন এই টেলি দম্পতি।
67
মেহেন্দি, আইবুড়ো ভাত, গায়ে হলুদ প্রতিটি অনুষ্ঠান আলাদা আলাদা করে করেছেন এই টলি দম্পতি। দুজনকেই একসঙ্গে মেহেন্দি পড়তে দেখা গেছে।
77
টলি পাড়ার পুরো পরিবারের জমায়েত হয়েছিল তাদের বিয়েতে। বিয়ের আসরে পুরো চাঁদের হাট বসেছিল।
Share this Photo Gallery
click me!

Latest Videos