Published : Jan 27, 2021, 03:44 PM ISTUpdated : Jan 27, 2021, 03:51 PM IST
টলিউডের হটেস্ট কাপলের চর্চা এখন অতীত। চারিদিকে কেবল একটি কাপলের নাম, 'অভিমিনী', অর্থাৎ দামিনী ঘোষ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে অভিমণ্যু চট্টোপাধ্যায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় দামিনীর সঙ্গে সম্পর্কের বিষয় খোলসা করে। দামিনী এবং অভিমণ্যুর প্রোফাইলে একই সঙ্গে ছবি পোস্ট হয়েছে নতুন বছরের সুবাদে। নতুন বছরে পা রাখতেই নেটবাসীরা চমকে গেল দামিনী এবং অভিমণ্যুর ছবিতে।