প্রি-ওয়েডিং থেকে বিয়ে, দেখে নিন দেবপর্ণার 'বিবাহ ডায়েরির' এক ঝলক

 দেবপর্ণা চক্রবর্তী এবং শুভ্রজ্যোতি পাল চৌধুরী টলিপাড়ার নবদম্পতি।  দীর্ঘদিনের বন্ধু শুভ্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে গাটছড়া বাঁধলেন জি বাংলার ধারাবাহিক 'নেতাজি'-র বিপ্লবী অনুপমা। গত ৩০ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। প্রি-ওয়েডিং থেকে আইবুড়োভাত, মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে একের পর এক ছবিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। লাল বেনারসি, শাখা-পলা, গা ভর্তি সোনার গয়নাতে একদম বাঙালি সাজে সেজেছিল দেবপর্ণা। দেখে নিন বিবাহ-ডায়েরির কিছু ঝলক।

Riya Das | Published : Feb 1, 2020 9:03 AM / Updated: Feb 01 2020, 09:10 AM IST
110
প্রি-ওয়েডিং থেকে বিয়ে, দেখে নিন দেবপর্ণার 'বিবাহ ডায়েরির' এক ঝলক
বিয়ের আগে প্রি-ওয়েডিং এর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী।
210
দীর্ঘদিন ধরেই শুভ্রজ্যোতির সঙ্গে সম্পর্ক রয়েছে দেবপর্ণার। অবশেষে চার হাত এক হল।
310
হাতে হাত রেখে সারাজীবন একসাথে পথ চলার অঙ্গীকার নিয়েছেন দেবপর্ণা- শুভ্রজ্যোতি।
410
লাল জামদানি শাড়ি, গায়ে সোনার গয়না পরে সেজেছিলেন অভিনেত্রী। আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
510
হাতে শাখা পলা পরে মেহেন্দির ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
610
ছিমছাম সাজে দিব্যি মানিয়েছে অভিনেত্রীকে।
710
বাবা ও মাকে সঙ্গে নিয়ে শুভ্রজ্যোতি পাল চৌধুরীর নান্নিমুখের ছবিও প্রকাশ্যে এসেছে।
810
মালাবদলের পরে একে অন্যের দিকে তাকিয়ে ছবিতে পোজ দিয়েছে দেবপর্ণা- শুভ্রজ্যোতি।
910
বরের সাজে বেশ মানিয়েছে শুভ্রজ্যোতিকে।
1010
'নেতাজি' ছাড়াও 'বোঝে সে বোঝে না','ভানুমতির খেল', 'স্বপ্ন উড়ান', 'পুন্য পুকুর' ধারাবাহিকেও অভিনয় করেছেন দেবপর্ণা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos