রচনা বন্দ্যোাপাধ্যায় ও দিদি নম্বর ১ যেন সমার্থক হয়ে উঠেছে। দিদি নম্ডবর ১-এৎ সঙ্গে রচনার মুখ-কে আলাদা করা অসম্ভব। এহেন রচনা সদ্য পিতৃহারা হয়েছেন। যে বাবা-কে তাঁর জীবনের অনুপ্রেরণা বলে মনে করতেন রচনা, তাঁকে হারিয়ে তিনি এখন পিতৃশোকে কাতর হয়ে উঠেছেন। এই শোক এতটাই গভীর যে আপাতত দিদি নম্বর ১-এৎ সঞ্চালনার কাজ থেকেও সরে দাড়াচ্ছেন রচনা।