হাই ফ্যাশনের মাঝে উঁকি দিচ্ছে হালকা হট অ্যাবস, গোয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া

Published : Jan 22, 2021, 02:37 PM ISTUpdated : Jan 23, 2021, 04:58 AM IST

৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অপু ও অপর্ণার কাহিনি এল উঠে। সেই ছয় দশক আগের সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের 'অপুর সংসার' দাগ কেটে গিয়েছিল বাঙালি দর্শকের মনে। এবার সৌমিত্র-শর্মিলার অপু-অপর্ণাকে ভিন্নরূপে সাদা কালো পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী। ফের ফিরল সাদা কালো পর্দায় অপু-অপর্ণা। 

PREV
18
হাই ফ্যাশনের মাঝে উঁকি দিচ্ছে হালকা হট অ্যাবস, গোয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া

১৯৫৯-এর অপুর সংসারের অপু, অপর্ণার চরিত্র দু'টি জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন অর্জুন এবং দিতিপ্রিয়া। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযান্ত্রিক'-এ তাঁদের অপু ও অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে। 

28

সত্যিজিৎ রায়ের পরিচালনার প্রায় ৬০ বছর পর অপু-অপর্ণার নতুন রূপ পাবে দর্শকমহল। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পড়েছে তাঁদের। 

38

আয়োজিত হয়েছিল বিশেষ স্ক্রিনিংয়ের। সেখানেই বিশেষ রূপে ধরা দিলেন দিতিপ্রিয়া। স্কিনি প্যান্টের সঙ্গে লং ড্রেসের মত কুর্তা। স্টাইলিংয়েই পড়েছে নজর। 
 

48

চলচ্চিত্র উৎসবে এমন স্টাইলিশ অবতারে তাঁকে পেয়ে মুগ্ধ সাইবারবাসী। কুর্তার বাঁ পাশের কাটিং স্টাইলে বেরিয়ে এসেছে দিতিপ্রিয়ার সামান্য কোমরের অংশ। 

58

ফ্ল্যাট অ্যাবস, পারফেক্ট ফিগারে মাত দিচ্ছেন তাবড় তাবড় ডিভাদের। নিজের স্টেটমেন্ট স্টাইলেই ধরা দিয়েছিলেন তিনি।  অভিযান্ত্রিকের টিমের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন দিতিপ্রিয়া।

68

সেই ছবি নিজেদের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দিতিপ্রিয়া এবং অর্জুন। গোয়ার চলচ্চিত্র উৎসবে এবার ছড়িয়ে পড়বে তাঁদের অভিনয়ের দাপট। 

78

২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অয়োজিত হল অভিযান্ত্রিক ছবির প্রথম স্ক্রিনিং। সেখানেও উপস্থিত ছিলেন অর্জুন, দিতিপ্রিয়া। 

88

দিতিপ্রিয়া নিজের প্রোফাইলে 'অভিযাত্রিক'র স্ক্রিনিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির স্ক্রিনিংয়ের পরই এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে পাড়ি দিয়ে ফেললেন তাঁরা।  

click me!

Recommended Stories