কেমন হবে অষ্টমীর লুক? নাকে নথ, শাড়ি-গয়নায় কোয়েলের মতো সাবেকি সাজে সেজে উঠতে পারেন আপনিও

আর মাত্র কয়েকদিন। কাশফুল থেকে সাদা মেঘ  ইতিমধ্যেই জানান দিচ্ছে উমা ফিরছে নিজের ঘরে। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব।  মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। এবার পুজোর আগেই  নয়া ফোটোশ্যুটে ঝড় তুললেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। সাবেকি সাজে চেনা ছকের বাইরে গিয়ে লেন্সবন্দি হলেন নায়িকা, পুজোতে অষ্টমীতে যারা কী সাজবেন এখনও বুঝে উঠতে পারছেন না তারা অনায়াসেই ট্রাই করতে পারেন কোয়েলের এই লুক।

Riya Das | Published : Sep 19, 2022 1:15 PM / Updated: Sep 19 2022, 02:03 PM IST
19
কেমন হবে অষ্টমীর লুক? নাকে নথ, শাড়ি-গয়নায় কোয়েলের মতো সাবেকি সাজে সেজে উঠতে পারেন আপনিও

 বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো।হাতে আর মাত্র কয়েকদিন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। আর পুজোর আগেই ফোটোশ্যুটে  মত্ত টলিপাড়ার অভিনেত্রীরা। সেই তালিকায়  প্রথমসারিতে রয়েছেন কোয়েল মল্লিক।
 

29


পরনে ঘিয়ে রঙের আটপৌড়ে শাড়ি, লাল টিপ, সিঁথিতে লাল সিঁদুর, গা ভর্তি গয়না, নাকে বড় নথ পরে পুরে সাবেকি সাজে নিজেকে মেলে ধরেছেন কোয়েল মল্লিক। বলতে গেলে চেনা ছকের বাইরে গিয়ে পুজোর আগে লেন্সবন্দি হয়েছেন কোয়েল।

39

বাঙালিয়ানা রয়েছে প্রতিটি ছবিতে। সাবেকি সাজে কোয়েলকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, 'এই সাজে আপনাকে দারুণ দেখাচ্ছে', কেন আবার বলেছেন, 'আপনি এত সুন্দর হলেন কীভাবে'?  আবার কেউ বলেছে, 'সত্যিই যে পুজো আসছে তোমাকে দেখে বোঝা যাচ্ছে'।

49

পুজো স্পেশ্যাল ফোটোশ্যুটে ছবি শেয়ার করতেই চোখ সরাতে পারছেন না ভক্তরা। বঙ্গনারীর বেশে নিজেকে সাজিয়েছেন কোয়েল মল্লিক।  শাড়ি, গয়নাতে যেন অপরূপা নায়িকা। কাজলকালো চোখের চাহনিতে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন কোয়েল । বঙ্গনারী লুকে বাঙালি কন্যার এই সাজ রাতের ঘুম কেড়ে নিয়েছে হাজারো পুরুষের।
 

59


 পুজোর আগেই  নয়া ফোটোশ্যুটে ঝড় তুললেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। পুরোপুরি সাবেকি সাজে লেন্সবন্দি হলেন নায়িকা, পুজোতে অষ্টমীতে যারা কী সাজবেন এখনও বুঝে উঠতে পারছেন না তারা অনায়াসেই ট্রাই করতে পারেন কোয়েলের এই লুক।
 

69

মা হওয়ার পর চাবুক ফিগারে রীতিমতো ঘুম উড়াচ্ছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। সুপারহট মারকাটারি চাবুক ফিগারে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন কোয়েল মল্লিক। ফ্যাশন স্টেটমেন্টে রীতিমতো অনন্য নজির গড়েছেন রঞ্জিত মল্লিক কন্যা।  সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত টলি ডিভা।  হাল ফ্যাশনে রীতিমতো ঝড় তুলছেন কোয়েল মল্লিক। 

79

অভিনয় দক্ষতা থেকে স্টাইল স্টেটমেন্ট, টলিপাড়ার প্রথম সারিতে নিজের নাম পাকিয়ে নিয়েছেন কোয়েল মল্লিক। তার রূপের ছটায় রীতিমতো ঘুম উড়ে যায় ভক্তদের।  ফ্ল্যাট অ্যাবস, নির্মেদ কোমরে যৌবন যেন ঠিকরে  বেরোচ্ছে। মা হওয়ার পর ফের পুরোনো ফিগারে ফিরে গেছেন কোয়েল মল্লিক। বয়স যে নেহাতই একটা সংখ্যামাত্র তা যেন বুঝিয়ে দিচ্ছেন কোয়েল। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

89

 নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য হামেশাই চর্চায় থাকেন কোয়েল মল্লিক। সন্তান-সংসার সামলেও কেরিয়ারের সবটা ব্যালেন্স করে চলছেন কোয়েল।  ২০২০ সালের মে মাসেই  মা হয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিক। একদিকে সংসার, নতুন অতিথি, কেরিয়ার সব মিলিয়ে দায়িত্ব যেন কয়েকগুণ বেড়ে গেছে। ছেলে হওয়ার পরই কাজে ফিরেছেন অভিনেত্রী।

99

 শাড়ি থেকে সালোয়ার, ওয়েস্টার্ন থেকে ভারতীয় পোশাক  তিনি যেটাই পরেন সেটাই সাহসীকতার সঙ্গে ক্যারি করতে পারেন। প্রয়োজন ছাড়া বেশি মেক আপও তার পছন্দ  নয়। অন্যদিকে রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে নয়, বরং নিজের পরিচয়ে টলিপাড়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন এবং এখনও সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন কোয়েল মল্লিক। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos