মহালয়ার দিন আসছে 'মহামায়া' এনা, অসুর বধ করতে ভিন্ন রূপে অভিনেত্রী

বছরের ঠিক এই সময়টা আপামর বাঙালির কাছে বড়ই প্রিয়। সমস্ত আবেগ যেন উঠে আসে ঠিক এই সময়। প্রত্যেক বাঙালি পৃথিবীর যেকোনও কোণায় থাকুক না কেন, এই মুহূর্তে তাদের মনে কেবল একটাই অনুভূতি। পুজো। দূর্গা পুজোর এই অনুভূতি, বাতাসে পুজো পুজো গন্ধ, আকাশের রঙের ভোলবদল, এগুলি কেবল এক বাঙালির পক্ষেই অনুভব করা সম্ভব। এই বছর আর পাঁচটা বছরের মত আনন্দ, উৎসবে মেতে উঠবে কিনা জানা নেই, তবে অনুভূতির কাছে হার মানায় যেকোনও ভয়। সেই অনুভূতিকেই আরও জাগিয়ে তুলতেই এনা সাহার বিশেষ প্রয়াস।

Adrika Das | Published : Sep 15, 2020 4:58 PM IST
18
মহালয়ার দিন আসছে 'মহামায়া' এনা, অসুর বধ করতে ভিন্ন রূপে অভিনেত্রী

মহালয়ার আমেজ আনবেন এনা সাহা তবে ভিন্ন স্বাদে। মহিষাসুরমর্দিনী রূপে এক মেয়ের বিপদ থেকে বেরিয়ে আসার কাহিনি বলবে 'মহামায়া'।

28

মহালয়ার আমেজ আনবেন এনা সাহা তবে ভিন্ন স্বাদে। মহিষাসুরমর্দিনী রূপে এক মেয়ের বিপদ থেকে বেরিয়ে আসার কাহিনি বলবে 'মহামায়া'।

38

মহিষাসুরমর্দিনী রূপে থাকছেন অন্য একজন নৃত্যশিল্পী। অসুরের রূপে থাকছেন অন্যজন। 

48

এক ব্যক্তিও রয়েছেন এনার প্রেমিকের ভূমিকায়। প্রত্যেক মানুষের জীবনে অসুর রূপে কেউ থাকে। 

58

যার জেরে প্রতিপদে মানুষের জীবনে বাধা আসে। এনা এবার বধ করবেন নিজের জীবনের অসুরকে।

68

যার জেরে প্রতিপদে মানুষের জীবনে বাধা আসে। এনা এবার বধ করবেন নিজের জীবনের অসুরকে।

78

এনার ইউটিউব চ্যানেলে ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে মহামায়া। এনার ইউটিউব চ্যানেলেই থাকছে বিশেষ দিনের বিশেষ চমক।

88

এনার 'মহামায়া' নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা ছড়িয়েছে ভক্তমহলে। এনাকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছে শুভাকাঙ্খীরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos