সদ্য বিয়ে হয়েছে, সুখের সংসারে আত্মহত্যার ঝড়, গুনগুনকে নিয়ে মেজাজ হারাল ভক্তমহল

Published : Feb 24, 2021, 08:05 AM ISTUpdated : Feb 24, 2021, 08:06 AM IST

যাকে বলে স্বপ্নের মত সাজানো বিয়ের আসর, কদিন আগেই এভাবেই গুনগুনের জীবন হয়ে উঠেছিল রঙিন। বিয়ের আসর থেকে ভাইরাল নতুন কোনে। দেখেই বোঝা গিয়েছিল, এত সুখের সংসার আর বোধহয় দুটো মিলবে না, তবে এমন কি হল যে আত্মহত্যার কথা মাথায় এলো! 

PREV
19
সদ্য বিয়ে হয়েছে, সুখের সংসারে আত্মহত্যার ঝড়, গুনগুনকে নিয়ে মেজাজ হারাল ভক্তমহল

তৃণা সাহা, যার রিল লাইফ ও রিয়েল লাইফ এক কথায় মিলে মিশে একাকার, সেই সেলেবের জীবনেই একি দৃশ্য। 

29

নীলের সঙ্গের বিয়ের আসর ঠিক যেভাবে জমে উঠেছিল, একইভাবে সৌজন্যের সঙ্গেও সংসার পাতে সে। 

39

কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিক সকলের নজর কাড়ে। মজার কন্টেন্টই হল খড়কুটোর ইউএসপি। 

49

কিন্তু মাঝে মধ্যেই যেন ভোল বদলে যাচ্ছে ধারাবাহিকের। মন খারাপেরা ভার করে আসছে। সংসারে যদিও সেটাই কাম্য। 

59

ভালো খারাপ মিলিয়েই গড়ে ওঠে সম্পর্ক, তা বলে আত্মহত্যা। একটা মজার কন্টেন্টে পর পর দুটি আত্মহত্যার চেষ্টা করার ঘটনাতে বিরক্ত ভক্তমহল। 

69

কেন এই ধরনের উষ্কানিমূলক ঘটনা ধারাবাহিকে জায়গা করে নেবে। তার ওপর যে ধারাবাহিকের টিআরপি এতটাই বেশি, দর্শকেরা পছন্দ করে, পরিবারের সঙ্গে মজা করে দেখে, সেখানে! 

79

মানুষের অবসাদ কাটানোর চেষ্টা, বা কোনও কষ্ট থেকে পালিয়ে যাওয়ার কি একটাই রাস্তা! আত্মহত্যা! 

89

এই নিয়ে প্রশ্ন তুলতে ভুললো না নেট দুনিয়া। নেটিজেনদের কথায়, এই ধরনের উষ্কানিমূলক বিষয় পর্দায় তুলে ধরা মানেই মানুষরে জন্য সমস্যা সৃষ্টি করা। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories