অনুপমের সঙ্গে হাত ধরে গান, রাজের সঙ্গে ঠাট্টা, সিকিম থেকে সোজা KIFF-এ সৃজিত-মিথিলা-আয়রা

Published : Jan 16, 2021, 05:21 PM IST

চারিদিকে এখনও করোনা আবহ। যার জেরে গত বছর নভেম্বর মাস থেকে পিছিয়ে গিয়েছিল কলকাতা আন্তর্জিতাক চলচ্চিত্র উৎসব। মাস দুয়েক পিছিয়ে যেতেই সরকারের উদ্যোগে অবশেষে  ৮ জানুয়ারি নবান্নের সভাঘরে উদ্বোধন হয়েছিল এই উৎসবের।১৫ জানুয়ারি পর্যন্ত চলল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম দিনের ঝলক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

PREV
19
অনুপমের সঙ্গে হাত ধরে গান, রাজের সঙ্গে ঠাট্টা, সিকিম থেকে সোজা KIFF-এ সৃজিত-মিথিলা-আয়রা

প্রতি বছরের চেয়ে এই বছর লোকসংখ্যা কম হলেও অনুষ্ঠানের গুণগত মান একেবারেই কমে যায়নি। 

29

উদ্বোধনী অনুষ্ঠান থেকে অন্তিম দিন, সবের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছিল নানা ছবি, ভিডিও। 

39

২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিত্যদিন উপস্থিত ছিল একঝাঁক তারকা। 

49

অন্তিম দিনে এসে পৌঁছেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, স্ত্রী রফিয়ত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা। 

59

সিকিমে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'র শ্যুটিং শেষ করে কলকাতায় ঢুকেই সোজা পৌঁছে গিয়েছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

69

সাধারণ পোশাকে দেখা গেল মিথিলা, সৃজিত, আয়রাকে। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিথিলা। 

79


অনুপম রায়ের হাত ধরে সৃজিতের গান গাওয়ার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেন মিথিলা। 
 

89

সৃজিত, মিথিলা, রাজ চক্রবর্তী মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে বলতে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন। 

99

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাউঞ্জে বসে গোটা পরিবার। সেই ছবি তুলে দিয়েছেন রাজই। সবই রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়।   

click me!

Recommended Stories