সাতপাকে বাঁধা পড়লেন Heartthrob ইন্দ্রাশিস রায়, পাত্রীকে চিনে নিন ছবির ঝলকে

টলিউড থেকে শুরু করে বাংলা টেলিজগৎ, চারাদিকে বেজেই চলেছে বিয়ের সানাই। একের পর এক সেলেব্রিটি গাটছড়া বেঁধে চলেছেন করোনা আবহে। গত বছর দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী, সকলেই শুরু করে ফলেছেন নিজেদের বৈবাহিক জীবন। এবার ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরে চমকে দিলেন বাংলা বিনোদন জগতের হার্টথ্রব ইন্দ্রাশিস রায়। 

Adrika Das | Published : Jan 16, 2021 12:22 PM IST / Updated: Jan 16 2021, 05:59 PM IST
18
সাতপাকে বাঁধা পড়লেন Heartthrob ইন্দ্রাশিস রায়, পাত্রীকে চিনে নিন ছবির ঝলকে

গানের ওপারে ধারাবাহিকের সেই টিনটিন-কে দেখে যেন বয় নেক্স্ট ডোর অনুভূতি পেয়েছিল কলকাতার কলেজপড়ুয়ারা। 

28

সেখান থেকে অদ্বিতীয়া ধারাবাহিকে সকলের মন জয় করা নিজের অভিনয়। টলিউডে পাড়ি দিয়ে নিজের অভিনয়ের দাপট দেখালেন অভিনেতা। 

38

সেই হার্টথ্রবই এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। বহু বছরের সম্পর্ক এবার পেল নতুন পরিচয়। 

48

লংটাইম গার্লফ্রেন্ড সৌরভি তরফদারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইন্দ্রাশিস। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিয়ের ছবি।

58

একেবারে ঘরোয়াভাবেই অয়োজিত হয়েছিল বিয়ের নানা অনুষ্ঠান। ঘিয়ে রঙের পাঞ্জাবীতে ইন্দ্রাশিস, লাল টুকটুকে বেনারসীতে সৌরভি। 

68

টলিউডের নানা তারকারা হাজির হয়েছিলেন সেই ঘরোয়া অনুষ্ঠানে। অনিন্দিতা বসু এবং তাঁর প্রেমিক সৌরভ দাসকে দেখা গেল নবদম্পতির সঙ্গে ছবি তুলতে। 
 

78

অন্যদিকে ঋদ্ধিমা এবং গৌরব চক্রবর্তীও সৌরভি এবং ইন্দ্রাশিসের সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন। 

88

নভেম্বর মাসেই দশ বছরের বেশি সম্পন্ন হয়েছে তাঁদের সম্পর্কের। দীর্ঘ দিনের সম্পর্কে বিয়ের রূপ দিয়ে এখন তাঁর নেটদুনিয়ার সেনসেশন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos