নুসরতকে ভুলে আরও এক বঙ্গলালনার সঙ্গে নিখিল, যশের মতই মাঝে ঢুকলেন এই বাঙালি অভিনেত্রী

Published : Jan 29, 2021, 02:07 PM IST

নিখিল জৈন এবং নুসরত জাহানের মাঝে তিক্ততার কারণ যশ দাশগুপ্ত। এমনটাই দাবি করে চলেছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাকি সাইবারবাসীরা জানতে পারে তাঁদের ঘনিষ্ঠতার কথা। তবে কি নিখিল আগেই টের পেয়েছিলেন নুসরত ও যশের সম্পর্কের বিষয়। এই সমস্ত নানা জল্পনার দিকে একেবারেই কান পাতছেন না এই তিন সেলেব। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে যে টানাপোড়েন চলছে, তার চিন্তা কোনওভাবেই জনসমক্ষে প্রকাশ করতে পারবেন না। 

PREV
110
নুসরতকে ভুলে আরও এক বঙ্গলালনার সঙ্গে নিখিল, যশের মতই মাঝে ঢুকলেন এই বাঙালি অভিনেত্রী

রাগ, দুঃখ, সব চেপেই নিজেদের জীবনে ভিন্নভাবে এগিয়ে চলেছেন তাঁরা। জানা যাচ্ছে, 'SOS কলকাতা'র শ্যুটিং চলাকালীনই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাডডতে থাকে। 

210

সেই বিষয় টের পেতে নিখিলের বেশি সময় লাগেনি। তারপর থেকেই নুসরত এবং নিখিল আলাদা থাকার সিদ্ধান্ত নেন। 

310

এসবের মাঝে যশ নিজেকে একেবারেই জড়াতে চাইছেন না। যার জেরে কোনও বিষয় নিয়েই মুখ খুলতে রাজি নন তিনি। 

410

নুসরত এবং নিখিল সাক্ষাৎকারে নানা কথা বললেও যশ আপাতত নীরবতা মেনটেন করে চলেছেন।

510

অন্যদিকে নিখিলের জীবনেও সম্ভবত নতুন মহিলার প্রবেশ। আরও এক বাঙালি অভিনেত্রীর সঙ্গেই বাড়ছে নিখিলের বন্ধুত্ব। 

610

তিনি আর কেউ নন, হিন্দি বিনোদন জগতে দাপটের সঙ্গে কাজ করে যাওয়া ত্রিধা চোধুরি। 

710

নিখিলের সদ্য পোস্ট করা ছবিতে ত্রিধার মন্তব্য দেখে নেটিজেনদের ভ্রু গিয়েছে কুঁচকে। 

810

হঠাৎ ত্রিধার মন্তব্য কেন নিখিলের পোস্টে। আগে তাঁদের একসঙ্গে কোনও ছবি পোস্ট করতেও দেখা যায়নি। 

910


অন্যদিকে ত্রিধার পোস্ট করে একটি ভিডিওতে তিনি জামা ইস্তিরি করছেন। তার ক্যাপশনে লিখেছেন, "গৃহবধূ হওয়ার প্রস্তুতি।"

1010

তবে কি ত্রিধার সঙ্গেই নিখিলের ঘনিষ্ঠতা বাড়ছে। নুসরতের সঙ্গে দূরত্ব বাড়তেই কি ত্রিধার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল নিখিলের। প্রশ্ন উঠছে সাইবারমহলে।   

click me!

Recommended Stories