Published : Dec 20, 2020, 03:42 PM ISTUpdated : Dec 21, 2020, 04:48 AM IST
জয়া এহসানের নতুন রূপে মুগ্ধ নেটবাসী। হঠাৎ এই ট্রান্সফরমেশন চোখ ঘুরল ভক্তদের। এক্সেনট্রিক ফ্যাশনে চোখ ঘোরালেন বাংলাদেশি সুন্দরী। অবশ্য তাঁকে কেবল বাংলাদেশি সুন্দরী বললে ভুল হবে। এখন তিনি এপার বাংলার পুরুষদের মনের মণিকোঠায় রয়েছেন। নিত্যদিন জয়ার যেন নতুন ট্রান্সফরমেশন। কখনও ওয়েস্টার্ন লুকে তো কখনও ভারতীয় নারীর বেজে সেজে ওঠেন। আর তাতেই বাজিমাত করে চলেছেন বাংলাদেশি সুন্দরী জয়া এহসান।