'সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে', শয্যায় শাড়ি পরে কার অপেক্ষায় জয়া

নতুন বছর আসতেই সকলে এখন খুশির মেজাজে। এই নতুন বছর অবশ্য অন্যান্য বছরের চেয়ে ঢের বেশি আলাদা। ২০২০-র মত অভিশপ্ত বছরকে কোনও রকমে কাটিয়ে ২০২১-এ প্রবেশ করেছে বিশ্ববাসী। প্রত্যেকের মুখে কেবল একই কথা, ২০২০ যেতেই তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একই রকম চিন্তা ভাবনা অভিনেত্রী জয়া এহসানেরও। তিনিও গত বছরের সমস্ত খারাপ দিকটি একেবারে মুছে ফেলতে চান। 

Adrika Das | Published : Jan 16, 2021 8:09 PM / Updated: Jan 16 2021, 08:46 PM IST
19
'সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে', শয্যায় শাড়ি পরে কার অপেক্ষায় জয়া

নিউ ইয়ারের শুভেচ্ছাবার্তায় একটাই কথা লিখেছিলেন জয়া। নতুন বছরে কেবল ভালবাসা চান তিনি। 

29

নেতিবাচক কোনও দিকেই যেতে চান না। নিজের অনুরাগীদের নতুন বছরেরে শুভেচ্ছা জানিয়েছেন একটি ছবির মাধ্যমে। 

39

নতুন বছরে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন জয়া। কমলা রঙের সিল্কের শাড়ি পরে জয়া। 

49

শয্যায় শুয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। ক্যাপশনে লিখেছেন, "সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে।"

59

"নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়নপানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে।"

69

জয়ার এই রূপে মুগ্ধ না হয়ে থাকা যায় না। শাড়ি ছাড়া সাদা টিশার্ট এবং জিনসেও দেখা গিয়েছে তাঁকে। 

79


নিমেষের মধ্যে ভলবদল। এই ডুয়্যালটি নিয়ে জয়া একে একে আট থেকে আশিকে মন্ত্রমুগ্ধ করছেন নিজের সৌন্দর্যে। 

89

নতুন বছর মানেই, তাঁর নিত্যনতুন আপডেটের অপেক্ষায় বসে থাকে অনুরাগীরা। কীভাবে নতুন বছর কাটালেন, কী বা করছেন তিনি। 

99

সবের জন্য তাঁর প্রোফাইলে উঁকি দিতে ভক্তরা। অভিনেত্রীও বেশ অ্যাক্টিভ। তিনিও প্রায় প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করে থাকেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos