Published : Jan 16, 2021, 08:09 PM ISTUpdated : Jan 16, 2021, 08:46 PM IST
নতুন বছর আসতেই সকলে এখন খুশির মেজাজে। এই নতুন বছর অবশ্য অন্যান্য বছরের চেয়ে ঢের বেশি আলাদা। ২০২০-র মত অভিশপ্ত বছরকে কোনও রকমে কাটিয়ে ২০২১-এ প্রবেশ করেছে বিশ্ববাসী। প্রত্যেকের মুখে কেবল একই কথা, ২০২০ যেতেই তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একই রকম চিন্তা ভাবনা অভিনেত্রী জয়া এহসানেরও। তিনিও গত বছরের সমস্ত খারাপ দিকটি একেবারে মুছে ফেলতে চান।