Reel বউয়ের বিয়েতে বর, রইল Real স্বামীও, 'গুনগুনের' বিয়েতে 'সৌজন্যের' গ্র্যান্ড এন্ট্রি

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'র অভিনেত্রী তৃণা সাহা। 'কৃষ্ণকলি' ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে দশ বছরের সম্পর্ক তৃণার। সেই প্রেমের সম্পর্কই এবার নাম পেল বিবাহের। নতুন পথচলা শুরু নীল-তৃণার। সোশ্যাল মিডিয়ায় গত এক মাস ধরে তাঁদের বিয়ে নিয়ে চলছে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এলাহি বাগদান, রাজকীয় বিয়ে সবই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Adrika Das | Published : Feb 5, 2021 6:23 PM
18
Reel বউয়ের বিয়েতে বর, রইল Real স্বামীও, 'গুনগুনের' বিয়েতে 'সৌজন্যের' গ্র্যান্ড এন্ট্রি

একের পর এক ক্যানডিড ছবি, সিঁদুরদানের ভিডিও, নীলের কোলে উঠে তৃণার পোজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।

28

'খড়কুটো'র গুনগুনকে চেনা মুশকিল। ধারাবাহিকের কনের সাজে তৃণাকে আগে দেখা গেলেও এবারে যেন অপরূপা তিনি। 

38

রিল বিয়ে থেকে রিয়েল বিয়ের যাত্রায় রিল ও রিয়েল বর দু'জনেই ছিলেন তৃণার পাশে। 

48

সম্প্রতি ভাইরাল হল গুনগুনের সঙ্গে সৌজন্যের ছবি। তৃণা ও নীলের বিয়েতে উপস্থিত থাকলেন অভিনেতা কৌশিক রায়। 

58

আশীর্বাদ ব্যাঙ্কোয়েট হলের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলেছেন কৌশিক এবং তৃণা। রিলের বর রিলের বউয়ের রিয়েল বিয়েতে। 

68

এই মন্তব্যতেই ভরে চলেছে সোশ্যাল মিডিয়া। সাজগোজের মধ্যে দিয়েই কৌশিকের সঙ্গে দেখা করলেন তৃণা। 

78

তাঁদের অনস্ক্রিন জুটির প্রশংসা নিত্যদিন হতে থাকে সাইবারদুনিয়ায়। দর্শকের কাছে সৌজন্য-গুনগুন মানেই হাটকে কাপল। 

88

সৌজন্য-গুনগুনের ভক্তরা তৃণার বিয়ের নিয়ে উত্তেজিত হলেও তৃণা ও কৌশিককে ফের ধারাবাহিকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে।   

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos