কোভিডের কোপে পুজোয় বন্ধ হল মল্লিক বাড়ি, কোয়েলের পোস্টে হতাশা

দুর্গা পুজোয় প্যান্ডেল হপিং, মণ্ডপের ধারে ফুচকা খাওয়া, প্যান্ডেলের সমস্ত সাজসজ্জা মন দিয়ে খেয়াল করা, মন দিয়ে দেখে ছবি তোলা, নতুন জামাকাপড় পরা, এসব যেমন পুজোর তালিকার একটি বড় অংশ। তেমনই কোয়েল মল্লিকের বাড়িতে দুর্গা পুজো অর্থাৎ মল্লিক বাড়ির পুজো দেখার জন্য উৎসাহিত থাকে কলকাতা ও কলকাতার বাইরের কিছু মানুষ। কোয়েলের ভক্তরা এই দিন মল্লিক বাড়ির পুজো, কোয়েলকে কাছ থেকে দেখা সবকিছুর জন্য নেয় প্রস্তুতি। তবে এ বছর আর তেমনটা হচ্ছে না। 

Adrika Das | Published : Oct 3, 2020 4:37 PM
18
কোভিডের কোপে পুজোয় বন্ধ হল মল্লিক বাড়ি, কোয়েলের পোস্টে হতাশা

দুর্গা পুজোর প্রায় দু'সপ্তাহ আগে মল্লিক বাড়ির তরফ থেকে কোয়েল জানালেন এই বছর দুর্গা পুজোয় সকলের সঙ্গে সামিল হতে পারবেন না তাঁরা। 

28

কোভিড পরিস্থিতিতে সম্ভবত বহুদিন আগে থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সামাজিক দূরত্ব মানার সত্ত্বেও নিজে আক্রান্ত হয়েছিলেন কোয়েল। 

38

এমনকি তাঁর মা, বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানেও আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। 

48

কোভিড মুক্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত কোয়েলের। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমেই খবরটি প্রকাশ্যে আনেন। 

58

কোয়েল লেখেন, এই বছর মল্লিক বাড়ির পুজো একেবারে ব্যক্তিগতভাবেই আয়োজন করা হচ্ছে। 

68

"দুঃখের সহিত জানাতে হচ্ছে দর্শনার্থী এবং সংবাদমাধ্যমকে মল্লিক বাড়ির পুজোতে আমাদের আমরা আমন্ত্রণ জানাতে পারছি না।"

78

"আমরা এই বছর অত্যন্ত কঠোর নিয়ম মানতে বাধ্য হচ্ছি পরিস্থিতির কবলে পড়ে। সকলের সুরক্ষাই আমাদের প্রথম প্রাধান্য।"

88

কেবল পরিবারের সদস্যদের জন্যই খোলা থাকবে মল্লিক বাড়ি। তাদের ছাড়া সাধারণ দর্শনার্থীদের প্রবেশে লাগানো হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। আগামী বছর পরিস্থিতি সাধারণ থাকলেই ফের আগের মতই সকলের জন্য খোলা থাকবে মল্লিক বাড়ি।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos