মালাবদল, কেক কাটিং পর্বের মধ্যেই জুন আন্টির ফেমাস পোজও নকল করতে দেখা গিয়েছে এই জুটিকে। কে বেশি পারফেক্ট,তাতেই ব্যস্ত এই যুগল। ২০১৭ সালে নাটকের ওয়ার্কশপে প্রথম আলাপ যুবান ও তিয়াশার। দুজনের বয়সের ফারাকও ১০ বছর। তবে বয়স যে নিছকই সংখ্যামাত্র তা তারা বারেবারে বুঝিয়ে দিচ্ছেন। কাজের হাজারো ব্যস্ততার মাঝেও বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে ভোলেন না এই লাভবার্ডস।