মিনিয়েচার থেকে শরীরচর্চা, এমনই কাটছে ঋভরীর লকডাউন

ইন্টারনেট সেনসেশন ঋতাভরী চক্রবর্তীর কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রায় সমস্ত আপডেটই দিতে থাকেন। নিত্যদিন নতুন কিছু পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। তিনি কেবল নিজের আপডেটই নয়, তাঁর ফলোয়াড়রা এই লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন তা জানার জন্য সম্পূর্ণভাবে আগ্রহী তিনি। তাই নিজের কাজকর্মের সঙ্গে ভক্তদের সঙ্গেও কমেন্ট সেকশনে আড্ডা দেন অভিনেত্রী।

Adrika Das | Published : Apr 24, 2020 5:42 PM
110
মিনিয়েচার থেকে শরীরচর্চা, এমনই কাটছে ঋভরীর লকডাউন

অভিনয় ছাডা়ও ঋতাভরী আরও একটি গুণ আছে। যা তাঁর ফ্যানেরা জানেন। 

210

মিনিয়েচার আর্ট। একটি বিশেষ ধরণের ফর্ম অফ আর্ট যা ছোট ছোট জিনিস দিয়ে ক্রাফ্টের মত তৈরি করতে হয়।

310

অভিনয়ের মতই এই মিনিয়েচার আর্টও ঋতাভরীর খুব পছন্দের। বহুদিন ধরেই শিখেছেন এই মিনিয়েচারের কাজ।

410

কেবল কোয়ারেন্টাইনের সময়েই নয়, সময় সুযোগ পেলেই বসে পড়েন ক্ষুদে ক্ষুদে জিনিসপত্র নিয়ে।

510

ঋতাভরীর এই মিনিয়েচার আর্ট দেখে অনুপ্রাণনিত হয়ে তাঁর বহু ভক্তরাও শুরু করেছেন এই কাজ।

610


বিদেশে গিয়েও তিনি এই মিনিয়েচার মিউজিয়ামে ঘুরে এসেছেন। তার ভ্লগও তৈরি করেছিলেন ঋতাভরী।

710

মিনিয়েচারের কাজ ছাড়াও বই পড়তে বড়োই ভালবাসেন তিনি। নিজেকে আস্ত বইপোকা হিসেবেও পরিচয় দেন মাঝে মধ্যে।
 

810

কোয়ারেন্টাইনে বই পড়ে সময় কাটানো গেলে আর কিছুর দরকার হয় না বলেই মনে করেন অভিনেত্রী।

910

সম্প্রতি তিনি একটি পোস্টে ভক্তদের জিজ্ঞেসও করেছিলেন যে কী বই এখন তাঁর ফলোয়াড়রা পড়ছে। 

1010


এছাড়া বাড়ি পরিষ্কার করা, নিজের ঘর গোছানো, শরীরচর্চা, রান্না বান্না নিয়েই কাটছে ঋতাভরীর লকডাউন।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos