পর্দায় একাধিক অভিনেত্রী বিপরীতে পেয়েছিলেন ছিলেন তাপস পালকে, তালিকাতে ছিলেন মাধুরীও

আটের দশক থেকেই পর্দায় ঝড় তুলেছিলেন অভিনেতা তাপস পাল। বাংলা চলচ্চিত্র জগতে শুরু হয়েছিল এক ভিন্ন অধ্যায়। আজও দাদার কীর্তি ছবি দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই ছিল শুরু। এরপর একাধিক অভিনেত্রীর বিপরীতে অভিন করেছিলেন তিনি। আজ অভিনেতাকে হারিয়ে তাঁরা শোকাহত।

Jayita Chandra | Published : Feb 18, 2020 7:40 PM / Updated: Feb 18 2020, 07:41 PM IST
18
পর্দায় একাধিক অভিনেত্রী বিপরীতে পেয়েছিলেন ছিলেন তাপস পালকে, তালিকাতে ছিলেন মাধুরীও
মউয়া রায়চৌধুরীঃ তাপস পালের প্রথম ছবি মউয়ার সঙ্গে। এরপর তাঁরা জুটি বেঁধেছিলেন সাহেব ছবিতে।
28
মাধুরী দীক্ষিতঃ মাধুরী দীক্ষিতের প্রথম ছবি তাপস পালের সঙ্গে। ছবির নাম অবোধ।
38
দেবশ্রী রায়ঃ দেবশ্রী রায়ের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাপস পালকে। এই জুটি বেশ নজর কেড়েছিল সকলের।
48
শতাব্দী রায়ঃ শতাব্দী রায়ের সঙ্গে বহু ছবি করেছিলেন তাপস পাল। যার মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া।
58
ইন্দ্রণী হালদারঃ টলিউডে ইন্দ্রাণী যখন পা রাখেন তখন তাপস পাল সুপারস্টার। একাধিক ছবিতে এই জুটিকে পেয়েছে দর্শকেরা।
68
চুমকি চৌধুরীঃ অঞ্জন চৌধুরীর সঙ্গে বেশ কিছু ছবি করেছিলেন তাপস পাল। যেখানে অভিনেত্রী হিসেহে তাপস পাল পেয়েছিলেন চুমকিকে। অন্যতম ছবি মেজ বউ।
78
ইন্দ্রাণী দত্তঃ ইন্দ্রাণী দত্তর সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল। তাঁর মৃত্যূে শোকস্তব্ধ অভিনেত্রী।
88
রচনা বন্দ্যোপাধ্যায়ঃ রচনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos