'আমার তো মনে হল ভূল করে পর্ণ সাইটে ঢুকে গিয়েছি', স্বল্প পোশাকে আজও বিতর্ক, বিস্ফোরক মধুমিতা

Published : Mar 09, 2021, 02:09 PM IST

নারী দিবসে একের পর এক তারকা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, কেউ প্রাণ খুলে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন, কেউ আবার নারীদের হয়ে প্রতিবাদে মুখ খুলছেন। আর এই বিশেষ দিনে ভিডিও বার্তা শেয়ার করে সমাজকে কড়া ভাষায় বার্তা দিলেন মধুমিতা সরকার। 

PREV
111
'আমার তো মনে হল ভূল করে পর্ণ সাইটে ঢুকে গিয়েছি', স্বল্প পোশাকে আজও বিতর্ক, বিস্ফোরক মধুমিতা


পেশার তাগিদে হোক বা নিজের পছন্দে স্বল্প পোশাক পরা নিয়ে আমাদের সমাজের আপত্তি কোথাও না কোথাও থেকেই যায়। 

211

সেলেব প্রফাইলে ঢুকে তাঁকে ফলো করা, আবার সেই সেলেবদের পোশাক-পোজ দেখে কটু কমেন্টে ভরিয়ে তোলাটাই যেন ট্রেন্ড। 

311

সেলেবদের ট্রোল করাটা নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেলেবরাই শুধু নয়, সাধারণ মানুষদেরকেও এমন প্রশ্নের মুখে পড়তে হয়। 

 

411

নারী দিবসে সেই প্রসঙ্গই ভিডিও বার্তার মাধ্যমে তুলে ধরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। 

511

এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হওয়া শুভ নারী দিবস শব্দটাতেই আপত্তি মধুমিতার। 

611

এই ভিডিওতে তিনি সাফ বলেন, এই দিন পালন আমাদের মত দেশে মানায় না। তা প্রথমসারির দেশেই সীমাবদ্ধ থাক। 

711

এখানে যবে সমাজ মেয়েদের সন্মান দিতে জানবে, শিখবে ও মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করবে, ঠিক সেদিনই মেয়েরা খুশি হয়ে যায়। 

811

সেদিন আর আলাদা করে একটি বিশেষ দিনে তাঁদের খুশি করার উদ্যোগ নিতে হবে না।

911

এই কমেন্টগুলো দেখে পলকে মনে হয়েছিল মধুমিতার, সে যেন কোনও পর্ন সাইটে ঢুকে গিয়েছে। 

1011

মানুষের এই নোংড়া চিন্তাভাবনার বিনাশ যেদিন হবে, সেদিন এই দিনটার মূল্য থাকবে। তার আগে এই দিন পালন মানায় না। 

1111

মুহূর্তে মধুমিতার এই পোস্ট ভাইরাল হয়ে ওঠেন নেট দুনিয়ায়। যা এই বিশেষ দিনে সকলের নজর কাড়ে।   

click me!

Recommended Stories