শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় বার বিয়ে ভাঙার কারণেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা। যদিও ট্রোলডকে পাত্তা না দিয়ে তিনি বেশ খোশমেজাজেই রয়েছে।
310
দুর্গাপুজোর সময় থেকেই একসঙ্গে থাকছেন না রোশন-শ্রাবন্তী। নিজেরা মুখ না খুললেও ইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছিল।
410
সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। মাঝেমধ্যেই নিজেদের যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন রোশন-শ্রাবন্তী।
510
বিয়ে ভাঙার কয়েকদিন যেতে না যেতে প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা। তেমনটাই বলছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনদের কটাক্ষকে এবার আর সহ্য নয়, বরং নেটিজেনদের ট্রোলের কড়া জবাব দিলেন রোশন।
610
বিজেপি-তে যোগদান করার পর থেকেই জোর জলঘোলা শুরু হয়েছে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
710
এক মহিলা নেটিজনকেই এবার একহাত নিলেন রোশন। বিপরীতমুখী পোস্টেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
810
একদিনে ওই নেটিজেন শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদকে সমর্থন করছন অন্যদিকে একজন নারীকে আবার অসম্মানও করছেন। এমনকী বাবা-মাকেও টেনে এনেছেন এই বাকযুদ্ধে।
910
পেশায় একজন শিক্ষিকা হয়ে কীভাবে তিনি এই মানসিকতার হয়ে থাকেন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোশন।
1010
তবে এই প্রথমবার নয়, এর আগেও নাম না নিয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন রোশন। এমনকী বিজেপিতে যোগদান করার পরও লাইভে এসে ট্রোলিং বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন রোশন।