আইস্ক্রিম খেতে যাচ্ছি, এই একটা কথা বলাতেই তোলপাড় হয়েছিল মধুমিতার শ্যুটিং সেট

Published : Dec 22, 2020, 07:58 AM IST

মধুমিতা সরকার, টেলি দুনিয়া থেকে এখন তিনি বড় পর্দার এক উজ্জ্বল মুখ। হাতে একের পর এক ছবির কাজ। এরই মাঝে এমন কোন ব্যবহারে সকলে অবাক হয়েছিলেন তাঁর, সকলকে বসে থাকতে হয়েছিল টানা দেড় ঘণ্টা।

PREV
110
আইস্ক্রিম খেতে যাচ্ছি, এই একটা কথা বলাতেই তোলপাড় হয়েছিল মধুমিতার শ্যুটিং সেট

ছবির শুটিং সেটে সকলকে অবাক করে দিয়ে হাওয়া মধুমিতা। যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে বলে গেলেন আইসক্রিম খেতে যাচ্ছি।

210

রেডি সেট রেডি ইউনিটের সকলে। হাপিত্যেশ করে বসে রয়েছে গোটা ইউনিট। দেখা নেই মধুমিতার।

310

প্রায় দেড় ঘন্টা এভাবেই কেটে যায়।  সকলে ভাবতে শুরু করে দেয় মিলে এত মেজাজ। এতটাই জেদ। 
 

410

সেটে উপস্থিত অপরাজিতা আঢ্য, সৌরভ অবাক হয়ে যায়। এতক্ষণ সময় নষ্ট হচ্ছে একজন আইসক্রিম খাবে বলে! 

510

সম্প্রতি সংগীত বাংলায় চিনি ছবি কলাকুশলীরা একযোগে বসলেন আড্ডায়। সেখানেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এমনটাই খোলসা করলেন মধুমিতা।

610

তিনি সেটে ফিরে আসতেই সবাই অবাক হয়েছিল। এবং ভুলবুঝেছিল, ঠিক কি হয়েছিল সেদিন।

710

মধুমিতার ড্রেসে একটা সমস্যা দেখা যায়। সেটা ঠিক করেছিল সময়সাপেক্ষ ব্যাপার। তাই তড়িঘড়ি সেট থেকে বেরিয়ে যান মধুমিতা।

810

যাওয়ার সময় এসিস্ট্যান্ট ডিরেক্টর কে মজা করে মধুমিতা বলেছিলেন আমি আইসক্রিম খেতে যাচ্ছি। সেখানেই সমস্যার সূত্রপাত।

910

তিনি তার সিরিয়াসলি নিয়ে সকলকে বলে দিয়েছিলেন। এবং সকলে অবাক হয়েছিলেন যে ইউনিট বসিয়ে রেখে মধুমিতা আইসক্রিম খেতে গেলেন কিভাবে।

 

1010

ফিরে আসার পর রীতিমতো কালঘাম ছুটে ছিল মধুমিতার সকলকে সত্যিটা বোঝাতে।

 

click me!

Recommended Stories