ভালোবাসার দিনই মালাবদল, বিয়ে পর্ব সাড়লেন টেলি অভিনেত্রী মল্লিকা

বিয়ের মরসুমে সাত পাকে বাঁধা পড়ছেন অনেকেই। নিত্য দিন সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠলে বিভিন্ন পোস্টে। এবার সেই তালিকাতে নাম লেখালেন টেলি অভিনেত্রী মল্লিকা মজুমদার। ভালোবাসার দিনই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি দিলেন তাঁরা। ছবি সৌজন্য- মল্লিকা মজুমদার সোশ্যাল মিডিয়া পেজ। 

Jayita Chandra | Published : Feb 17, 2020 7:55 PM
19
ভালোবাসার দিনই মালাবদল, বিয়ে পর্ব সাড়লেন টেলি অভিনেত্রী মল্লিকা
পরিচালক সৌমেন হালদারকে বিয়ে করলেন টেলি অভিনেত্রী মল্লিকা মজুমদার। দীর্ঘ দিনের প্রেমের পর বিয়ে।
29
১৪ ফেব্রুয়ারি বিয়ে পর্ব সেরে ফেলেন তাঁরা। প্রকাশ্যে আসে মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার ছবিও।
39
বকুল কথা ধারাবাহিকে একই সঙ্গে কাজ করেছেন তাঁরা দীর্ঘদিন। সেই ধারাবাহিকের পরিচালনাতে ছিলেন সৌমেন।
49
সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল ছবিতে ছবিতে। নানা পোজে একাধিক ছবি শেয়ার।
59
টেলি তারকাদের মাঝেই বিয়ে পর্ব সারলেন তাঁরা। রেজিস্ট্রি করে একে অপরের সঙ্গে শুরু করলেন নতুন জীবন।
69
উপস্থিত ছিলেন একাধিক টেলি তারকারা। যাঁদের উপস্থিতিতে বিয়ের আসর জমে ওঠে।
79
সোনার গহনা থেকে শুরু করে শাড়ি, মল্লিকার লুক ছিল এদিন চোখে পড়ার মতন।
89
ভালোবাসার সম্পর্কে নয়া ছকে বাঁধতে তাঁরা বেছে নিয়েছিলেন ভালোবাসার দিনটিকেই।
99
সৌমেনকেও এদিন বেশ মানায়। সাদা শেরওয়ানিতে তাক লাগালেন তিনিও।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos