মিমি চক্রবর্তীর ফার্স্ট Kiss কবে, নিজে মুখেই ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস করলেন টলি ডিভা

Published : Oct 13, 2020, 03:05 PM ISTUpdated : Oct 13, 2020, 03:08 PM IST

তখন সবেমাত্র কোভিড ধীরে ধীরে থাবা বসাচ্ছে ভারতে। বাংলাতেও মাথা চারা দিয়ে উঠছে এক একটি কেস। সেই সময় লন্ডন থেকে তড়িঘড়ি ফিরে এসেছিলেন মিমি। লন্ডনে ছবির শ্যুটিংয়ের জন্য ছিলেন তিনি। প্যানডেমিকে ওখানে আটকে না থেকে সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন। সেই পরিস্থিতি কাটিয়ে এবার ফের রওনা দিচ্ছেন লন্ডন। যার আগে তিনি করিয়ে ফেলেন কোভিড পরীক্ষা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। পিপিই কিট পরে স্বাস্থ্যকর্মী মিমির নমুনা সংগ্রহ করেন। 

PREV
19
মিমি চক্রবর্তীর ফার্স্ট Kiss কবে, নিজে মুখেই ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস করলেন টলি ডিভা

মিমি জানান তিনি এবং তাঁর গোটা টিম কোভিড পরীক্ষা করিয়েছেন। সকলেরই পরীক্ষার ফলাফল সৌভাগ্যবসত নেগেটিভ এসেছে। 

29

আপাতত মিমি লন্ডনে নিজের ছবির শ্যুটিং শেষ করার জন্য রীতিমত ব্যস্ত। 

39

লন্ডনে শ্যুটিংয়ের মাঝেই মিমির ব্যক্তিগত জীবনের বড় তথ্য ফাঁস হল। ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। 

49

জীবনে প্রথম চুম্বনের বিষয় খোলসা করলেন মিমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় মুখ খোলেন মিমি।  

59

জীবনের সমস্ত প্রথম অভিজ্ঞতার বিষয় জানান মিমি। প্রথম পেচেক থেকে শুরু করে প্রথম অডিশন। 

69

সেই প্রথম সবকিছু শেয়ার করতে গিয়েই নজর কাড়ল তাঁর প্রথম কিসের বিষয়। 

79

কাকে প্রথম কিস করেছিলেন মিমি, সে বিষয় খোলসা না করলেও কবে প্রথম চুম্বন ঘটেছি তা জাননা। 

89

কলেজে পড়াকালীনই প্রথম চুমু খেয়েছিলেন মিমি। কলেজের সময়ই সাধারণত প্রথম প্রেম, প্রথম ভাললাগার অনুভূতি দেখা দেয়।

99

সেই সময় মিমিরও এমন অনুভূতি হয়েছিল। যার পরই সেই বিশেষ মুহূর্ত উপভোগ করেছিল মিমি।  

click me!

Recommended Stories