মাংস, ভাত, গন্ধরাজ লেবু, বাঙালির আদর্শ ভুরিভোজ নিয়ে শুরু মিমির পুজো

Published : Oct 22, 2020, 04:29 PM IST

লন্ডনে 'বাজি' ছবির শ্যুটিং সেরে সবেমাত্র দেশে ফিরেছেন মিমি চক্রবর্তী। করোনা আবহ হোক বা শ্যুটিং কোনও মতেই পুজো মিস করা যাবে না। লন্ডনে জিতের সঙ্গে শ্যুটিং সেরেই কলকাতায় এসে ফের নিজের পুজো রিলিজ গুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি। ২১ অক্টোবর মুক্তি পেয়েছে 'SOS কলকাতা'। এই ছবিতে মিমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে বাড়ির মধ্যেই চলছে পুজোর মজা। 

PREV
18
মাংস, ভাত, গন্ধরাজ লেবু, বাঙালির আদর্শ ভুরিভোজ নিয়ে শুরু মিমির পুজো

পঞ্চমী থেকে শুরু হয়ে গিয়েছে মিমির পুজো। পাড়ার পুজো যে তাঁর সবচেয়ে বেশি পছন্দ তা বুঝতে বাকি নেই। 

28

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর অ্যাপার্টমেন্টের নিচে মণ্ডপের ভিডিও পোস্ট করেছেন। 

38

প্রতিমার সামনে প্রণাম করে সেই ছবিও পোস্ট করেছেন। করোনা আবহ, মন খারাপের মাঝেও মা-কে বরণ করে নেওয়াটাই আনন্দের। 

48

ষষ্ঠীর সকাল সকালই ভুরিভোজ দিয়ে শুরু হয়েছে মিমির। মাংস, ভাত, ডাল, গন্ধরাজ লেবু। 

58

বাঙালির আদর্শ খাবার যাকে বলে। পুজোর দিনে বাইরের খাবার প্রায় প্রত্যেকেই খায়। 

68

তবে বাড়ির এই খাবারের স্বাদই আলাদা। সকলের সঙ্গে বসে সেই বাড়ির খাবারের স্বাদই তাড়িয়ে তাড়িয়ে নিচ্ছেন মিমি। 

 

78

এসবের মাঝে চলছে মিমির পুজো রিলিজের নানা প্রস্তুতি। তাঁর দুটো ছবি রয়েছে পুজোতে। 

88

একটি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 'ড্রাকুলা স্যার' এবং অন্যটি 'SOS কলকাতা'। ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত।

click me!

Recommended Stories