Mimi Chakraborty: গোপন ডেট নাকি সোলো ট্রিপ, বরফের দেশে স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকালেন মিমি

মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে ঢু মারলেই পুরো হিমাচলটা যেন ঘুরে আসা যাবে এক নিমেষে। প্রতিদিনই একের পর এক ছবি পোস্ট করছেন মিমি। যা ভাইরাল হতেও খুব বেশি সময় লাগছে না।  এই মুহূর্তে বরফের দেশে হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী ,যা নিমেষে ভাইরাল হয়েছে।

Riya Das | Published : Feb 3, 2022 10:24 AM / Updated: Feb 03 2022, 10:28 AM IST
110
Mimi Chakraborty: গোপন ডেট নাকি সোলো ট্রিপ, বরফের দেশে স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকালেন মিমি

কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে চলে যান মিমি চক্রবর্তী । এবং ঘুরতে যাওয়ার প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি। ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । 

210

কেমন করে ছুটি কাটান, কোথায় কোথায় বেড়াতে যান, বেড়াতে গিয়ে কী কী খাবার খান, কেমন পোশাক পরেন, এসব কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি চক্রবর্তী। ছুটির মেজাজে রয়েছেন মিমি চক্রবর্তী।  বর্তমানে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বেড়াতে গিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)  । 

310

হাড়হিম করা ঠান্ডা বরফের চাদরে মোড়া হিমাচলে ট্রেক (Trekking) করছেন অভিনেত্রী। গায়ে মোটা জ্যাকেট, হাতে লাঠি নিয়েই কখনও পাহাড়ের দিকে উঠছেন আবার কখন বরফের পাহাড়ের কোলে মিঠে রোদ গায়ে মাখছেন সাংসদ অভিনেত্রী (Mimi Chakraborty) ।

410

নিজের সোশ্যাল মিডিয়ায় হিমাচল প্রদেশের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন  মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)  । তবে তিনি কি একাই গেছেন নাকি অন্য কেউ রয়েছে তার সঙ্গে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বরফের কোলে মিঠে রোদ গায়ে মেখে ছবিতে পোজ দিয়েছেন মিমি। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা । 

510

 হিমাচল প্রদেশের (Himachal Pradesh)  মান্ডি (Mandi) জেলার গ্রহণ গ্রামে গিয়েছিলেন ট্রেক করতে। ট্রেকিংয়ের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মিমি। বরফের মধ্যেই নিজের সবথেকে প্রিয় জিনিস শান্তি খুঁজে পান নায়িকা, তা কিন্তু জানাতে ভোলেননি মিমি চক্রবর্তী। প্রতিটি ছবি প্রাণখোলা হাসিতে দর্শকদের মন ভুলিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । 

610

মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে ঢু মারলেই পুরো হিমাচলটা যেন ঘুরে আসা যাবে এক নিমেষে। প্রতিদিনই একের পর এক ছবি পোস্ট করছেন মিমি। যা ভাইরাল হতেও খুব বেশি সময় লাগছে না।  এই মুহূর্তে বরফের দেশে হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি (Mimi Chakraborty)। 

710

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট   একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া ইনস্টাগ্রামে  অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক।  ইতিমধ্যেই যা ৩০ লক্ষে ছুঁতে চলেছে। অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খান বহু পুরুষমানুষই। তবে  লাভ লাইভ নিয়ে মুখে একপ্রকার কুলুপ এঁটেছেন নায়িকা। 

810

প্রেম-ভালবাসা নয়, বরং স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। একেবারে অন্য মুডে দেখা গেল টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।  উল্লেখ্য, দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন মিমি চক্রবর্তী  (Mimi Chakraborty)। সেকথা নিজেই  সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মিমি। বাড়ি থেকে না বেরিয়েও কীভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং করোনা যে ভালভাবে তাকে জাকিয়ে ধরেছিল সেকথাও জানিয়েছিলেন মিমি। তবে কোভিডকে হারিয়ে তিনি এখন সুস্থ।  

910

করোনামুক্ত (Covid 19) হয়েই ছুটি কাটাতে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)  পাহাড়ের কোলে পাড়ি দিয়েছেন টলি নায়িকা। সাদা বরফের মোড়া পাহাড়ে দাঁড়িয়ে একগুচ্ছ  ছবি ও ভিডিও শেয়ার করেছেন মিমি চক্রবর্তী  (Mimi Chakraborty)।

1010

শেষবারের মতো জিতের বিপরীতে 'বাজি' ছবিতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) ।  এছাড়াও বেশ কিছু ছবি রয়েছে মিমির হাতে। অরিন্দম শীলের 'খেলা যখন' এবং মৈনাক ভৌমিকের 'মিমি' ছবিতে দেখা যাবে। তবে 'মিমি'-র কাজ শেষ হয়ে গেলেও 'খেলা যখন' সিনেমার শ্যুট এখনও বাকি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos