মিমির Retro মুড, এই বিশেষ বিষয় বলিউডের নায়িকাদের টক্কর দিলেন সাংসদ-অভিনেত্রী

Published : Jan 27, 2021, 07:59 AM IST

টপ নচ মেকআপ, চেক। সঠিক স্টাইল স্টেটমেন্ট, চেক। পারফেক্ট পোজ, চেক। মিমি চক্রবর্তীর ফ্যাশন গেমস যেন ক্রমশ চোখ ধাঁধাচ্ছে ভক্তদের। ইস্টার্ন থেকে ওয়েস্টার্ন কিছুই বাদ রাখছেন না তিনি। বলিউডের ফ্যাশনকে যেখানে এক সময় কোনওভাবেই টলিউড টেক্কা দিতে পারত না, সেখানে মিমি চক্রবর্তী সেই চিত্রের হালই বদলে দিয়েছেন। দিনের পর দিন নিজের সাজগোজ, ফ্যাশন, বডি ল্যাঙ্গুয়েজ বদলে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন। 

PREV
18
মিমির Retro মুড, এই বিশেষ বিষয় বলিউডের নায়িকাদের টক্কর দিলেন সাংসদ-অভিনেত্রী

নিত্যনতুন আপডেটে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেন তিনি। সেখানকার অধিকাংশ আপডেটই থাকে তাঁর ফ্যাশন নিয়ে। 

28

কখনও হাই ফ্যাশন আবার কখনও ক্যাজুয়াল। এবারও তার অন্যথা হল না। নিজের এক ভিন্ন রূপ নিয়ে এলেন সামনে। 

38

বলিউড স্টাইলে ফ্যাশন নিয়ে নতুন খেলা শুরু করেছেন মিমি। সাদা কালো ববি প্রিন্টেড ক্যুইন স্লিভ টপে ধরা দিলেন অভিনেত্রী। 

48

শিয়ার স্লিভজের কারণেই তাঁর সাজে এসে ভিন্নতার ছোঁয়া। মিড ওয়েস্ট জিনসের সঙ্গে পেয়ার করেছেন এই টপ। 

58

পোশাকের সঙ্গে সঠিক মেকআপ ও হেয়ারস্টাইলেও রূপের জাদু ছড়িয়েছেন ফ্যাশানিস্তা মিমি চক্রবর্তী। 

68

মোটা সোনালি রঙের হুপস, মিডি রিংস। সঙ্গে ডিউই মেকআপ। যা নো মেকআপ লুকেরই সমান। 

78

হেয়ারস্টাইলও বেশ অন্যরকম। সাধারণত এই ধরণের পেতে আঁচরানো চুলে চট করে দেখা যায় না তাঁকে।

88

নো ব্যাংস লুকে আট থেকে আশির মন জয় করলেন মিমি। কেবল পেশাগত দিক থেকেই নয়, বলিউডকে হাই ফ্যাশনের দিক থেকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন মিমি। 

click me!

Recommended Stories