ক্রপ টপের মাঝে উঁকি মারছে Flat Tummy, 'মোহর'র নয়া অবতারে মগ্ন আট থেকে আশি

সোনামণি সাহা বাংলা টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। মোহর ধারাবাহিকে কাজ করার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এর আগে অন্য ধারাবাহিকে অভিনয় করেন। দেবী চৌধুরাণী ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে মোহর ধারাবাহিকের জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন সোনা। সোনার সোশ্যাল মিডিয়ায় সর্বদা নজর সাইবারবাসীর। 

Adrika Das | Published : Feb 1, 2021 3:33 PM
18
ক্রপ টপের মাঝে উঁকি মারছে Flat Tummy, 'মোহর'র নয়া অবতারে মগ্ন আট থেকে আশি

নিত্যদিন না হলেও মাঝে মধ্যে নিজের নানা ছবি পোস্ট করতে থাকেন সোনা। 

28

সোশ্যাল মিডিয়ার প্রায়সই নিজের ফ্যাশনের ঝলক নিয়ে ধরা দেন সাইবারদুনিয়ায়। 

38

কখনও আবার নিজের শ্যুটিং সেরে ফোটশ্যুটে মজে থাকেন সোনামণি। যা দেখে মন ভরে ভক্তদের। 

48

মাঝে মধ্যে নিজের নানা ছোটখাটো অভিজ্ঞতা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। 

58

মোহরের খোলস ছেড়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি অন্য সোনা। যাঁর ফ্যাশন সেন্সে চোখ ধাঁধাবে আপনার। 

68


হালকা বেগুনি রঙের ট্র্যাকস্যুট পরে হাতে ক্রাশার্সের গ্লাস নিয়ে পোজ দিচ্ছেন সোনামণি। 

78

বিনুনি করে লম্বা চুল। স্লিং ব্যাগ কাঁধে নিয়ে ছুটির দিনে বেরিয়ে পড়ছেন অভিনেত্রী। ক্রপ টপের মাঝে উঁকি মারছে সোনার ফ্ল্যাট টামি। 

88

এমন রূপে সাধারণত তাঁকে খুব কমই দেখা যায়। মোহর থেকে বেরিয়ে নো মেকআপ লুকে সোনামণি এখন নিজের সত্ত্বায় ফিরে এসেছে। যা ভক্তদের বেশ পছন্দের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos