'মোহর' রূপে সোনামণির এক বছর, এবারও কি মিলবে না শঙ্খের সঙ্গে মোহরের মন

Published : Oct 29, 2020, 05:39 PM ISTUpdated : Oct 31, 2020, 04:42 PM IST

পুজো আসতে আর মাত্র কয়েকদিন, এই করতে করতে চোখের পলকে শেষ হয়ে গেল পুজো। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই মজা করতে করতেই পুজোর মজাও শেষ। আকাশে বাতাসে পুজোর গন্ধ ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। করোনা আবহের মধ্যে চলছিল পুজোর প্রস্তুতি। রাস্তাঘাটে ছিল বেশ ভিড়। কেনাকাটি, খাওয়া দাওয়া, মানুষজন প্রায় ভুলেই গিয়েছে সামাজিক দূরত্বের কথা। সেই সামাজিক দূরত্বই না ভুলতে ক্রমাগত সতর্ক করে চলেছে সরকার। পুজোর পরও বারে বারে দেওয়া হচ্ছে সচেনতনতার বার্তা। 

PREV
18
'মোহর' রূপে সোনামণির এক বছর, এবারও কি মিলবে না শঙ্খের সঙ্গে মোহরের মন

পুজোর আগে দুর্গারূপে ছবি পোস্ট করে রীতিমত ভাইরাল হয়েছিলেন সোনামণি সাহা। এবার অবশ্য ভাইরাল হলেন ভিন্ন কারণে। 

28

এক বছর মোহর রূপে বিনোদন জগতে কাটালেন সোনামণি সাহা। দর্শকমহলের ভালবাসায় এখন তিনি সেরার সেরা নায়িকা। 

38

'মোহর' ধারাবাহিকটিও অত্যন্ত প্রিয় সকলের। ধারাবাহিকটি স্বল্প সময়ের মধ্যেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেছে।

48

ধারাবাহিকটির পাশাপাশি মোহর রূপে সোনামণি সাহাকেও মন থেকে ভালবাসা দিয়েছে দর্শকমহল। 

58

মোহর হিসাবে দেখতে দেখতে এক বছর কাটিয়ে ফেললেন সোনামণি সাহা।

68

এক বছর পর মোহর ও শঙ্কের যাত্রাতে দর্শকমহলের অভিযোগ কেবল একটাই। 

78

কেন মিলন হচ্ছে না তাদের। বারে বারে ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা। 

88

যার কারণে শঙ্খ এবং মোহরকে নিয়ে উতলা হয়ে উঠছে দর্শকরা। অনুরাগীরা খানিক ক্ষুব্ধও হচ্ছে ধারাবাহিকের গল্পে। তারা শীঘ্রই মোহর ও শঙ্খের মিলন চাইছে। 

click me!

Recommended Stories