টলিউডে পছন্দের পুরুষকে, রহস্য ফাঁস করে নিজেই মুখ খুললেন হট ব্যাচেলার মনামী

টলিপাড়ার হট হ্যাপেনিং স্টার হলেন মনামী। পর্দায় তাঁকে সেভাবে পাওয়া না গেলেও, তাঁর শরীরী ভাঁজে আগুন ঝড়ে টলিপাড়ায়। তবে এখনও ফোটেনি বিয়ের ফুল। কাকে সব থেকে বেশি স্টানিং লাগে মনামীর, টলিপাড়ার সেই চরিত্রটি কে! 

Jayita Chandra | Published : Apr 8, 2021 10:11 AM IST
19
টলিউডে পছন্দের পুরুষকে, রহস্য ফাঁস করে নিজেই মুখ খুললেন হট ব্যাচেলার মনামী

ঠিক যেন বার্বি ডল, বলিউডে মালাইকাও ঠিক একি ভাবে উষ্ণতা ছড়াচ্ছেন। বয়স যেন এদের কাছে কোনও বিষয়ই নয়। 

29

সিনেমা থেকে দূরে, অথচ গ্ল্যামার দুনিয়ায় হট লিস্টে থাকা মনামী শরীরে ভাঁজেই ঝড় তুলছেন নেট দুনিয়ায়। 

39

মনামীর দুই ইউএসপি। এক তাঁর নাচ আর দুই তাঁর লুক। টলিউডের বার্বি গার্ল বললে খুব একটা ভুল করা হবে না। 

49

রিয়ালিটি শো-এর মধ্যে দিয়ে তিনি দর্শকদের ড্রইং রুমে স্থান করে নিয়েছেন। পর্দায় এখন তাঁর নিত্য উপস্থিতি। 

59

মনামী সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ। মাঝে মধ্যেই ছবি শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। 

69

কখনও হট লুকে ডান্স মুভ, কখনও আবার বর লোকের বেটি লো, মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে ভক্তমহলে। 

79

ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি, মডেলিং পার্ফেক্ট ফিগার মনামী, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

89

তবে টলিউডের এই সেলেব এখনও ব্যাচেলার। বিয়ের ফুল ফোঁটেনি এখনও। তবে টলিউডে সব থেকে বেশি পছন্দ কাকে। 

99

সম্প্রতি ফিল্ম ফেয়ার-এর রেড কার্পেটে এই নিয়ে মুখ খোলেন মানামী। সাফ জানান, তিনি আর কেউ না, খোদ বুম্বা দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos