চুঁইয়ে পড়ছে শরীরী উষ্ণতা, নৈশ ডেটে কেমন পুরুষ সঙ্গী চাই মিমির, খোলসা করে জানালেন নায়িকা

Published : Aug 07, 2021, 09:12 AM IST

একেবারে অন্য মুডে দেখা গেল টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের অজানা গোপন বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দিলেন সাংসদ অভিনেত্রী। এক কথায় নিজের বিয়ে থেকে নৈশ ডেটের কেমন সঙ্গী পছন্দ তার, এমনকী পছন্দরে জায়গা সবটাই এবার খোলসা করে বললেন মিমি চক্রবর্তী।  

PREV
110
চুঁইয়ে পড়ছে শরীরী উষ্ণতা, নৈশ ডেটে কেমন পুরুষ সঙ্গী চাই মিমির, খোলসা করে জানালেন নায়িকা
ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন।অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফ্যান ফলোয়ারও রয়েছে অনেক।
210


 

310
একেবারে অন্য মুডে দেখা গেল টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের অজানা গোপন বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দিলেন সাংসদ অভিনেত্রী।
410
এক কথায় নিজের বিয়ে থেকে নৈশ ডেটের কেমন সঙ্গী পছন্দ তার, এমনকী পছন্দরে জায়গা সবটাই এবার খোলসা করে বললেন মিমি চক্রবর্তী। আসলে নিজের বিষয়ে সবটাই খোলা মনে উজার করে দিয়েছেন সাংসদ অভিনেত্রী।
510
কবে বিয়ে করছেন, কেমন পাত্র পছন্দ মিমির, কোন ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট নায়িকা তা নিয়ে সর্বদাই প্রশ্নের মুখে পড়তে হয় মিমি চক্রবর্তীকে। এবারও তার ব্যতিক্রম হল না।
610
কবে বিয়ে করছেন, কেমন পাত্র পছন্দ মিমির, কোন ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট নায়িকা তা নিয়ে সর্বদাই প্রশ্নের মুখে পড়তে হয় মিমি চক্রবর্তীকে। এবারও তার ব্যতিক্রম হল না।
710
মিমি আরও জানিয়েছেন, নিজের দেশে রাতের বেলা ডেট-এ গেলে পুরুষ সঙ্গী হিসেবে বাছবেন হৃতিক রোশনকে। এবং বিদেশে গেলে সেখানে রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে।
810
বিয়ে-ডেট নিয়ে মুখ খুললেও মধুচন্দ্রিমার কথা তিনি ফাঁস করেননি। ওটা নিজের মধ্যে সিক্রেটই রেখেছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী।
910
প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি। সম্প্রতি 'ড্রাকুলা স্যার' ছবিতে অনির্বাণের বিপরীতে নজর কেড়েছেন সাংসদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী।
1010
প্রথম সারির সংবাদমাধ্যমের সমীক্ষায় জনতার ভোটে টলিউডের সবচেয়ে কাঙ্খিত হিরোইনের তকমা পেয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি। তবে এখনও কেন তিনি সিঙ্গল, তা নিয়ে জোর জল্পনা অন্তর্জালে।
click me!

Recommended Stories