মিমির চাই ইন্টারন্যাশনাল 'Finace', তবে কি 'মিলি'র সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সাংসদ অভিনেত্রী

একদিকে ভাঙছে ঘর, অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেমে মজে আছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের বিবাহ গুঞ্জনের মধ্যে ফের চর্চায় উঠে এসেছেন মিমি চক্রবর্তী।  মিমির পাত্র খুঁজছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কেমন পাত্র পছন্দ মিমির,তা নিয়ে বাড়ছে জল্পনা।  বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লুকও থাকতে হবে। নুসরতের এই মন্তব্যেই মিমির বিশেষ বন্ধু মিলির কথা মনে পড়ে যাচ্ছে সাইবারবাসীর। তবে কি মিলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন মিলি, জল্পনা বাড়ছে টলিপাড়ার অন্দরে।

Riya Das | Published : Jan 29, 2021 12:18 PM IST
116
মিমির চাই ইন্টারন্যাশনাল 'Finace', তবে কি 'মিলি'র সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সাংসদ অভিনেত্রী

নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। দুজনেই সাংসদ তথা টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী। একে অপরকে ভালবেসে বনুয়া বলে ডাকে। 

216

এবার মিমির পাত্র খোঁজার দায়িত্ব নিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কেমন পাত্র পছন্দ মিমির,তা নিয়ে বাড়ছে জল্পনা।  

316

'বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লেবেলের লুকও থাকতে হবে'। এমন পাত্র কোথায় পাওয়া যাবে, যার জন্য হন্যে হয়ে খুঁজছেন নুসরত। তবে ইন্টারন্যাশনাল লোককে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিল হবে কিনা, তাও খোলসা হয়নি।

416


 পর্দা কাঁপাতে 'দিদি নম্বর ১'-এ হাজির হচ্ছেন টলিপাড়ার দুই সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী  এবং নুসরত জাহান। নাগরদোলা থেকে মজাদার খেলায় ছোটবেলায় ফিরে গেছেন মিমি-নুসরত-পায়েল-তনুশ্রী। 

516

 শুধু খেলাই নয় ব্যক্তিগত জীবনের  বিভিন্ন গোপনীয়তাও প্রকাশ্যে এসেছে। দিদি নম্বর ১-এর  সেটে নুসরতের এই মন্তব্য শোনার পর থেকেই মিমির বিশেষ বন্ধু মিলির কথা মনে পড়ছে নেটিজেনদের।
 

616


মিমি বরাবরই দাবি করেন তিনি সিঙ্গল। লাভ লাইফে উঁকি মারলেও কিছু স্পষ্ট নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপের পর তিনি এখন সিঙ্গল।

716

 ইন্টারন্যাশনাল লেবেলের বরের কথা শুনেই মিমির বিশেষ বন্ধু তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হচ্ছে।

816

বছর চার আগে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গে 'গ্যাংস্টার' ছবির শুটিংয়ে গিয়ে আলাপ হয় মিমি।
 

916

রাজের সঙ্গে মিমির সম্পর্ক সেইসময় টালমাটাল ছিল। এবং সূত্র থেকে শোনা গিয়েছিল, মিলির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভেঙে গিয়েছিল রাজ-মিমির সম্পর্ক। যদিও এই অভিযোগ মানতে নারাজ ছিলেন মিমি।

1016

তুরস্কের জনপ্রিয় লাইন প্রোডিউসার ইলহান কিজল্কির ছেলে মিলি গুলহান কিজিলকায়া।
বলি থেকে টলি, ছবির পরিচালকরা শুটিংয়ে গেলে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এই বাবা-ছেলে জুটি। এদের এআরকে নামের নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে।

1116

এখানেই শেষ নয়। নুসরত জাহান এবং নিখিল জৈনর বিয়েতেও একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। নুসরতের বিয়ের ভিডিওতে মিলি-মিমির রোম্যান্টিক নাচ আজও গাথা দর্শকমনে।

1216

সাংসদ অভিনেত্রী মিমি তার ডেবিউ অ্যালবাম 'আনজানা'র শুটিং করেছেন তুরস্কে। দুয়ে দুয়ে চার করে জল্পনা ক্রমশ মিলিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সুতরাং নায়িকার সঙ্গে টার্কি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।

1316

সাংসদ অভিনেত্রী মিমি তার ডেবিউ অ্যালবাম 'আনজানা'র শুটিং করেছেন তুরস্কে। দুয়ে দুয়ে চার করে জল্পনা ক্রমশ মিলিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সুতরাং নায়িকার সঙ্গে টার্কি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।

1416

মিলির সঙ্গে টলি অভিনেতা যশ দাশগুপ্তর ছবি দেখেও বাড়ছে জল্পনা। অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেমে মজে আছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

1516

 টলিপাড়ার দুই বনুয়ার সম্পর্কও তুঙ্গে। বনুয়ার পাত্র খোঁজার দায়িত্ব নিজেই নিলেন নাকি বনুয়ার নির্দেশেই পাত্র খুচ্ছেন এই নিয়েই জোর চর্চা চলছে।

1616

তবে সত্যিই কি মিমির লাভ লাইভ নিয়ে কোনও ইঙ্গিত দিলেন নুসরত,হন্যে হয়ে উত্তর খুঁজছে নেটিজেনরা। তবে সত্যি জানতে ধরে আরও ধৈর্য ধরতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos